এই মুহূর্তে




চহল-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদে সিলমোহর আদালতের




নিজস্ব প্রতিনিধিঃ  অবশেষে বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র এবং নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদে সিলমোহল দিল বান্দ্রার পারিবারিক আদালত। আজ নির্ধারিত সময়েই আদালতে হাজির হয়েছিলেন চহল এবং ধনশ্রী। যেখানে তাঁদের পারিবারিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের জন্যে যৌথা আবেদনের উপর ডিক্রি জারি করা হয়। এদিন ম্যাজিস্ট্রেটের সামনে দুইজনেই হাজির হন। তবে আদালতে চহল আগেই পৌঁছে গিয়েছিলেন, ধনশ্রী খানিকক্ষণ পরে পৌঁছন। তবে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হওয়ার পরে তাঁরা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

জানা যায়, চহল এবং ধনশ্রী গত ৫ ফেব্রুয়ারি পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আদালত তাঁদের ‘কুলিং অফ পিরিয়ড’-এর জন্যে ৬ মাস সময় দিয়েছিল। ভারতীয় আইন অনুযায়ী, এই সময়টা প্রতিটি বিবাহ বিচ্ছেদের স্বামী-স্ত্রীকে দেওয়া হয়, আরও কিছুদিন একসঙ্গে থাকার সুযোগ পান স্বামী-স্ত্রী। যাতে তাঁদের মতামত পাল্টায়। কিন্তু চহল-ধনশ্রী পারিবারিক আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেন। অবশেষে বুধবার (১৯ মার্চ) বোম্বে হাইকোর্ট চহলের প্রতিশ্রুতি বিবেচনা করে পারিবারিক আদালতকে মামলা দ্রুত পরিচালনার নির্দেশ দেয়। অবশেষে পারিবারিক আদালতের বিচারপতি বিবেচনা করে তাঁদের ‘কুলিং অফ পিরিয়ড’ মওকুফ করেন। কারণ চহল বিবাহ বিচ্ছেদের সমস্ত শর্তাবলী মেনেছেন। অবশেষে বৃহস্পতিবার চহল-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেছে আদালত। জানা যায়, ২০২০ সালে বিয়ে হয়েছিল ধনশ্রী ও চহলের। কিন্তু ২০২২ থেকে তাঁরা আলাদা থাকেন। চহল ধনশ্রীর ভরণপোষণ বাবদ ৪.৭৫ কোটা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি এখনও পর্যন্ত ২.৩৭ কোটি টাকা দিতে সক্ষম হয়েছেন। 

উল্লেখ্য, বোম্বে হাইকোর্ট উল্লেখ করেছিল যে, তাঁদের বিবাহবিচ্ছেদের ডিক্রি মঞ্জুর হওয়ার পরেই দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। কিন্তু পারিবারিক আদালত প্রাথমিকভাবে পূর্ণ ভরণপোষণের অর্থ পরিশোধ না করাকে বিবাহবিচ্ছেদের শর্তাবলীর আংশিক সম্মতি হিসেবে উল্লেখ করেছিল এবং কুলিং-অফ পিরিয়ড মওকুফ করতে অস্বীকৃতি জানিয়েছিল। চহল এবং ধনশ্রী পরবর্তীতে পারিবারিক আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে যৌথ আবেদন দাখিল করে বাধ্যতামূলকভাবে ‘কুলিং-অফ পিরিয়ড’ থেকে অব্যাহতি চায়। অবশেষে বুধবার (১৯ মার্চ) বোম্বে হাইকোর্ট চহলের প্রতিশ্রুতি বিবেচনা করে পারিবারিক আদালতকে মামলা দ্রুত পরিচালনার নির্দেশ দেয়। এবং একদিন পরে তাঁদের ডিভোর্স মঞ্জুর করা হয়। পারিবারিক অশান্তির জেরে তারা বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন। ২০২২ সালেই ধনশ্রী চহলের পদবী মুছে ফেলেছিলেন।

বর্তমানে চহল আইপিএল-এর জন্যে প্রস্তুতি নিচ্ছেন। নতুন মরশুমের আগে চণ্ডীগড়ে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন এই লেগ-স্পিনার। তবে বিবাহ বিচ্ছেদের শুনানির জন্যে তিনি কয়েকদিন বিরতি নিয়েছেন। গত বছর মেগা নিলামে চহলকে ১৮ কোটি টাকায় কিনেছিল পঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস তাদের অভিযান শুরু করবে ২৫ মার্চ, মঙ্গলবার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এদিকে চহলের সঙ্গে আরজে মহাভাশের প্রেমের গুঞ্জন চলছে। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ের স্টেডিয়ামে তাঁদের দুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু

‘হাঁটু-ব্যাথা সারাতে ১৫ দিন নিজের মূত্র পান করেছি’, বিস্ফোরক দাবি পরেশ রাওয়ালের

ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

মিশর থেকে ‘ভূত’ সঙ্গে নিয়ে ফিরেছেন, ভয়াবহ অভিজ্ঞতা ‘লায়লা মজনু’ অভিনেত্রীর

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

ভারতে নিষিদ্ধ ‘আবির গুলাল’-এর জন্যে কত পারিশ্রমিক নিয়েছেন পাক-অভিনেতা ফাওয়াদ?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর