এই মুহূর্তে




দুর্ঘটনায় নিহত ফুটবলার জোতার বেতনের এক কোটি ৪৫ লাখ পাউন্ড পাবে তাঁর পরিবার




নিজস্ব প্রতিনিধি: সকলকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার দিয়াগো জোতা। নিজের দেশের জার্সিতেই তিনি লিভারপুলের হয়ে খেলতেন। সফল ৫০ টি ম্যাচ খেলেছেন। চলতি সপ্তাহে স্পেনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন দিয়াগো জোতা এবং তাঁর ভাই। তাঁরা দুজনেই পর্তুগিজের খেলোয়াড় ছিলেন। মৃত্যুকালে জোতার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। শুধু তাই নয়, মৃত্যুর ১১ দিন আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দো সোকে বিবাহ করেছিলেন জোতা। বিয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ফুটবলরা। তাঁর মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমারের মতো বিশ্বমানের ফুটবলাররা।

জোতার মৃত্যু রীতিমতো ঘোটা ফুটবল বিশ্বকে শোকে পরিণত করেছে। ঘটনার দিন বিলাসবহুল গাড়ি ল্যাম্বোরগিনিতে চেপে ক্লাবের অনুশীলনে যোগ দিতে লিভারপুলে ফিরছিলেন জোতা এবং তাঁর ভাই। কিন্তু ফেরার পথেই স্পেনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁরা। জানা যায়, পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই জোতার গাড়ি উল্টে বিস্ফোরণ হয়। এবং পুড়ে ছাই হয়ে যান গাড়ি-সহ জোতারা। যাই হোক, জোতার মৃত্যুর পর তাঁর ২০ নম্বর জার্সিকে অমরত্ব ঘোষণা করেছে লিভারপুল। অর্থাৎ এই নম্বরের জার্সি পরে আর কেউ খেলতে নামতে পারবে না। পাশাপাশি জোতার বেতনের এক কোটি ৪৫ পাউন্ড তাঁর পরিবারকে দেওয়ার ঘোষণা করেছে ক্লাব।

আসলে চোখের জল একদিন শুকিয়ে যাবে, শোকের তীব্রতাও কমে যাবে। মানুষে ছকে বাঁধা জীবনে ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু তিন সন্তানকে নিয়ে বাস্তবতার মুখোমুখি হতে হবে দিয়াগোর হতভাগ্য স্ত্রী রুতে কার্দোসোকে। যিনি বিয়ের মাত্র ১১ দিনের মাথায় স্বামীকে হারালেন। তাই রুতের এই কঠিন সময় যাতে আরও কঠিন না হয়ে উঠতে পারে, তাই জোতার চুক্তির বাকি সময়ের পুরো অর্থ তাঁর পরিবারের কাছে তুলে দেবে লিভারপুল। শনিবার (৫ জুলাই) পর্তুগালের গোন্দেমার শহরে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পর্তুগিজ ফরওয়ার্ড জোতা ও তাঁর ভাইয়ের। তাঁদের শেষকৃত্য অনুষ্ঠানে জোতার ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের পাশাপাশি অনেকেই উপস্থিত ছিলেন। জোতার জার্সিসদৃশ ফুলের তোড়া হাতে চোখের জলে প্রয়াত সতীর্থকে শেষ বিদায় জানিয়েছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। লিভারপুলের সঙ্গে জোতার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তার সাপ্তাহিক বেতন ছিল এক লাখ ৪০ হাজার পাউন্ড। সেই অনুযায়ী দুই বছরে প্রায় এক কোটি ৪৫ লাখ পাউন্ড পারিশ্রমিক পেতেন জোতা। সেটাই এখন তাঁর পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

শেষমুহূর্তে হরভজন, শিখর ধাওয়ানদের আপত্তিতে বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল WCL

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ