এই মুহূর্তে




কলকাতা ময়দানে ফুটবল ম্যাচ গড়াপেটাকাণ্ডে খিদিরপুর ক্লাবের দুই কর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ময়দানে দীর্ঘদিন ধরে চলছে ম্যাচ ফিক্সিং সিন্ডিকেট সক্রিয়। যার নেপথ্যে রয়েছেন খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস(Akash Das)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইন্টিগ্রিটি অফিসাররাও এই ব্যক্তির বিরুদ্ধে ফুটবল মাঠে দুর্নীতির অভিযোগ এনে অতীতে চিঠি দিয়েছিলেন বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)কে। আকাশ খিদিরপুর ছাড়াও ময়দানের আর এক পুরনো ঐতিহ্যসম্পন্ন ক্লাব উয়ারির সঙ্গেও জড়িত। দীর্ঘদিন ধরেই আকাশের বিরুদ্ধে এই ম্যাচ ফিক্সিং এর অভিযোগ জানিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিল। সূত্রের খবর, গত শুক্রবার লালবাজারে আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং প্রেসিডেন্ট অজিত বন্দোপাধ্যায়কে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তারপরেই আকাশকে রবিবার বেশি রাতে বেলঘড়িয়ার বাড়ি থেকে লালবাজারে নিয়ে আসে কলকাতা পুলিশ।আকাশ দাস খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার।

অপরদিকে,রাহুল সাহা(Rahul Saha) খিদিরপুর স্পোর্টিং ক্লাবের মিডিয়া ম্যানেজার। কলকাতার লীগের প্রিমিয়ার ডিভিশনে দুটি ক্লাবের নাম জড়িয়ে ছিল ম্যাচ গড়া পেটায়। তার মধ্যে একটি ক্লাব হল খিদিরপুর ক্লাব(Kidhirpore Club)। গত বেশ কয়েক মাস ধরে এই ম্যাচ গড়া পেটার তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ। এইবার ওই তদন্তের সূত্র ধরে খিদিরপুর ক্লাবের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করল লালবাজার। সোমবার দুপুরে লালবাজারে (Lalbazar)সাংবাদিক বৈঠক করে জানানো হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে কলকাতা পুলিশ একটি অভিযোগ পেয়েছিল তাদের সন্দেহ ছিল কলকাতা প্রিমিয়ার লিগে কিছু ব্যক্তি ম্যাচ গড়া পেটা করে খেলার ফলাফল স্থির করে ফেলছে। এর মাধ্যমে একটি ব্যাটিং চক্র চালিয়ে অভিযুক্তরা মোটা টাকা উপার্জন করছে বলে পুলিশ তদন্ত করে জানতে পারে। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ অনুসন্ধান শুরু করে ।

তদন্ত চলাকালীন অনেকের উপর নজরদারি শুরু হয়। অনেকের সঙ্গে কথা বলে পুলিশ। সংগ্রহ করায় বিভিন্ন ডিজিটাল তথ্য। এরপরই দুজনের দিকে সন্দেহ যায়। রবিবার এফআইআর দায়ের করে অভিযুক্ত এই দুই ব্যক্তিকে হেফাজতে নেয় লালবাজার। পুলিশ জানিয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এবং বেলঘড়িয়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জেরায় দুজনেই স্বীকার করে নিয়েছে গড়া পেটায় তাদের যুক্ত থাকার কথা। তারা আরো বেশ কিছু নাম পুলিশকে জানিয়েছে। এবার তাদের সন্ধানের শুরু হয়েছে পুলিশের তদন্ত। বর্তমানে ধৃত দুজনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য সংগ্রহ করবে পুলিশ। তবে এখনও পর্যন্ত আকাশ এবং রাহুল ব্যাটিং চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিল এবং খেলোয়াড়কে ফিক্স করতো তারাই ।ম্যাচের ফলাফল কি হবে তা আগে থেকে ঠিক করা হতো ।কত টাকার বিনিময়ে খেলোয়াড়দের ফিক্স করা হতো সেই সব বিষয়গুলি তদন্ত করে দেখছে লালবাজারের গোয়েন্দারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

১৮ নভেম্বর থেকে শুরু SSC-র নথি যাচাই! প্রথম দিন ডাক বাংলা বিষয়ের ৭১০ প্রার্থীকে

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের বাম খাতুন এফসি-কে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল

নিউটাউনে বীরভূম থেকে আসা গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, ২ জনকে গ্রেফতার করল এস টি এফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ