এই মুহূর্তে




চোট সারিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, খেলবেন চিলি-কলম্বিয়ার বিরুদ্ধে




নিজস্ব প্রতিনিধি: চোট সারিয়ে ফের আর্জেন্টিনা  জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। বৃহস্পতিবারই (১৫) বিশ্বকাপের বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষিত হয়েছে। ওই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

আগামী ৬ জুন চিলির বিরদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। নীল সাদা জার্সিধারীদের পরের ম্যাচ ১১ জুন কলম্বিয়ার বিরুদ্ধে। গত মার্চেই বাছাই পর্বে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল উরুগুয়ে এবং ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নেমেছল কাতার অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ীরা। যদিও চোটের কারণে ওই দুই ম্যাচ খেলতে পারেননি মেসি। তবে তাতে সমস্যায় পড়তে হয়নি। উরুগুয়ের বিরুদ্ধে ১-০ গলে জিতেছিল স্কালোনির শিষ্যরা। আর ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছিল। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ঘোষিত ২৮ জনের স্কোয়াডে লিওনেল মেসি ছাড়াও ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যালেজান্দ্রো গার্নাচো ও রেসিং স্ট্রাসবার্গের ভ্যালেন্টিন বার্কো।

আর্জেন্টিনার ঘোষিত দলে কারা রয়েছেন, এক নজরে দেখে নেওয়া যাক- গোলরক্ষক: এমি মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেমিনো রুল্লি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি)।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আটলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ানো রোমেরো (টটেনহ্যাম), লিওনার্দো বালের্ডি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা), ফাকুন্দে মেডিনা (লেন্স), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবার্গ)।

মিডফিল্ডার: ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারদেস (রোমা), নিকোলাস ডমিঙ্গুয়েজ ((নটিংহাম ফরেস্ট), এক্সিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), ডি পল (আটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), লো চেলসো (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কমো), হুলিয়ান আলভারেজ (আটলেটিকো মাদ্রিদ), লাউতারা মার্তিনেজ (ইন্টার মিলান), ভ্যালেন্টিন কাস্তেলানোস (ল্যাজিও), অ্যালেহান্দ্রো গার্নাচো (ম্যানইউ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), হুলিয়ানো সিমিওনে (আটলেটিকো মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেইরা (আটলেটিকো মাদ্রিদ)




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ফের গর্বে বুক চওড়া ভারতবাসীর, প্যারিসে সোনা জিতে বদলা নিলেন নীরজ

ব্রিটিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেলেন ২২ বছর বয়সী জার্মান ফুটবলার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ