27ºc, Haze
Friday, 24th March, 2023 9:44 pm
আন্তর্জাতিক ডেস্ক: জীবনে যা পাওয়ার ছিল, পেয়েছি। এমন অনেককিছু পেয়েছি, যা আমি পাওয়ার বিন্দুমাত্র আশা করি না। আমি তৃপ্ত। নতুন করে আমার আর পাওয়ার কিছু নেই। বাকি ছিল বিশ্বকাপ জয় করে প্রাপ্তির বৃত্ত পূর্ণ করা। সেই বৃত্ত সম্পূর্ণ হয়েছে। যে স্বপ্ন নিয়ে ফুটবল জীবন শুরু করেছিলাম, সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। নিজেকে বিশ্বের সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে।এবার থামতে হবে।
এমন আবেগমাখা কথা মেসির। আরবানাপ্লে-কে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা ফুটবলার বলেন- যদি প্রশ্ন করা হয় আমার জীবনের সেরা মুহূর্ত কোনটা, তাহলে বলব বিশ্বকাপ ফুটবলে আর্জেন্তিনার জয়। জাতীয় দলে যোগদানের দিন আমি স্বপ্ন দেখতাম এই দল একদিন চ্যাম্পিয়ান হবে। দল চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্তিনা গত বছর কোপা আমেরিকা কাপ জয় করেছে।অন্যদিকে, একজন ফুটবলার হিসেবে আমার জীবনে যা যা পাওয়ার ছিল, আমি সব পেয়েছি। বলা যেতে পারে, প্রত্যাশার থেকে অনেকে বেশি পেয়েছি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি। পেয়েছি অগনিত মানুষের ভালোবাসা। তাদের কাছে আমি চিরকালের জন্য কৃতজ্ঞ থাকব। আমার যেমন কোন অভিযোগ নেই। নেই সামান্যতম অনুযোগ। এবার সময় হয়েছে থামার। তবে ভালো লাগত যদি দিয়েগো দেখে যেতে পারতেন তার দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
মেসির এই সাক্ষাৎকার প্রকাশের পর বহু মানুষ তাদের ব্যক্তিগত মতামত জানিয়েছেন। সব মন্তব্যের বক্তব্য একটাই – মেসি মেসিই। আর অত্যন্ত আবেগপ্রমণ।
আরও পড়ুন আর্জেন্তিনাকে জেতাতে মাঠে ডাকিনীরা, এমবাপেকে ভয়