এই মুহূর্তে




রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ




নিজস্ব প্রতিনিধি: দলের তারকা ফুটবলার রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে পোল্যান্ডের জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মিকাল প্রোবিয়ার্জ। বৃহস্পতিবার (১২ জুন) এক বিবৃতিতে কোচের পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর  ইস্তফাপত্র গ্রহণও করেছে পোল্যান্ড ফুটবল ফেডারেশন।

পোল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক পদ থেকে লেয়নডস্কিকে সরিয়ে দিয়েছিলেন কোচ মিকাল প্রোবিয়ার্জ। ওই সিদ্ধান্ত মানতে পারেন না বার্সেলোনার তারকা স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে কোচ প্রোবিয়ার্জের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লেয়নডস্কি লিখেছিলেন, ‘এত বছর দায়বদ্ধতার সঙ্গে দেশের সেবা করার পর আমি ভেবেছিলাম আরও একটু বেশি সম্মান পাব। কোচের ওপর থেকে আমার আস্থা চলে গিয়েছে। যতদিন প্রোবিয়ার্জ কোচের দায়িত্বে থাকবেন ততদিন আমি পোল্যান্ড জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বিশ্বের সেরা সমর্থকদের জন্য এখনও আমার জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে।’

দলের কোচের সঙ্গে তারকা ফুটবলারের লড়াইয়ে পোলিশ ফুটবল ফেডারেশনের কর্তারা লেয়নডস্কির পাশেই দাঁড়ান। আর তাতেই অভিমানাহত হন প্রোবিয়ার্জ। এদিন কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে যে বিবৃতি প্রকাশ করেছেন তাতে তিনি লেখেন ‘বিবৃতিতে মিকাল বলেছেন, “অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে  কোচ হিসাবে আমার ইস্তফা দেওয়াই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। জাতীয় দলের কোচ হতে পেরে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে। আমার পেশাদার জীবনের একটি গর্বের সময় কাটিয়েছি।’

উল্লেখ্য, ফের্নান্দো সান্তোস চলে যাওয়ার পর ২০২৩ সালে পোল্যান্ডের কোচের দায়িত্ব নেন মিকাল। যদিও দলকে খুন একটা সাফল্য এনে দিতে পারেননি। গত বছর ইউরো কাপে প্রথম দেশ হিসাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় পোল্যান্ড।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ