এই মুহূর্তে




রোমাঞ্চ জাগানো ম্যাচে ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ




নিজস্ব প্রতিনিধি: ক্লাব বিশ্বকাপ নিয়ে ফুটপ্রেমীদের মধ্যে উঠেছে হৈ হৈ রব। রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য দারুণ খবর বয়ে এনেছে তাদের প্রিয় ক্লাব। রোমাঞ্চকরভাবে ম্যাচ শেষ করে সেমিফাইনালে চলে গিয়েছে তারা। এদিন রিয়াল মাঠে নেমেছিল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। রিয়ালের বিরুদ্ধে দাঁত নখ ফোটানো তো দুরস্থ, প্রথমদিকে বিন্দুমাত্র সমস্যা তৈরি করতে পারেনি ডর্টমুন্ড। নির্ধারিত ৯০ মিনিটে রিয়াল প্রথম থেকেই এগিয়ে ছিল ২-০ গোলে।

এত অবধি ঠিক ছিল। রিয়াল অনুরাগীরা ভেবেও নিয়েছিলেন ডর্টমুন্ড বড়ই দুর্বল। কিন্তু ওই যে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই বলা যায় না। একেবারে সহজ ম্যাচ একটুর জন্য হাতছাড়া হতে হতেও হয়নি রিয়াল মাদ্রিদের। ইনজুরি টাইমে দাঁত নখ বের করে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে ডর্টমুণ্ড। তারাও ২ গোল দেয়। তবে শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদই। ওস্তাদের মার এসেছে শেষ রাতে।

৩-২ ব্যবধানে জিতে কার্যত শেষ চারে পা রেখেছে রিয়াল। এদিনের ম্যাচে তাদের পক্ষ থেকে গোল করেছেন গনসালো গার্সিয়া, ফ্রান গার্সিয়া ও কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শুরু থেকেই রাশ নিজেদের হাতে ধরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় আর্দা গুলারের ক্রস থেকে প্রথম গোলটি করেন গনসালো গার্সিয়া। সেই শুরু। এরপর ২০ মিনিটের মাথায় ফের গোল। এবার জালে বল পাঠান ফ্রান গার্সিয়া। এই গোলে তাঁকে সহায়তা করেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ব্যস, এরপর আর কোনও গোল নেই। প্রায় ৭০ মিনিট রিয়াল ২ গোল নিয়ে খেলা এগিয়ে নিয়ে যায়। এবার আসে ইনজুরি টাইম। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ডি বক্সের কাছে বল পেয়ে তা জালে ঠেলে দেন বেইয়ার। থিবো কোর্তয়া বহু চেষ্টাতেও সেই বল আটকাতে পারেননি।

এর দু’মিনিট পরই গুলের পাস দেন অ্যাক্রোবেটিককে। তিনি তখন ওভারহেড কিক করেন। রিয়ালকে ৩-১ গোলে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এর ৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় ডর্টমুন্ড। ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গুইরাসি। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-২। এবার আরও একবার জ্বলে ওঠার চেষ্টা করেন ডর্টমুন্ডের মিডফিল্ডার স্যাবিটাইজার। তিনি একটি দুর্দান্ত শট নিয়েছিলেন, ডর্টমুন্ডের দুর্গাগ্য যে সেটি আটকান রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়া। সব মিলিয়ে সেমিফাইনালে যাওয়ার টিকিট নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে ওঠার জন্য এবার তাদের লড়াই করতে হবে পিএসজির সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে চেলসি ও ফ্লুমিনেন্স।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

বাংলার আকাশদীপের হাত ধরে এজবাস্টনে ঐতিহাসিক জয় ভারতের

দুর্ঘটনায় নিহত ফুটবলার জোতার বেতনের এক কোটি ৪৫ লাখ পাউন্ড পাবে তাঁর পরিবার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ