এই মুহূর্তে




কলকাতার মার্কিন দূতাবাসের ছবি তুলতে গিয়ে ধৃত ১ সন্দেহভাজন

নিজস্ব প্রতিনিধি : কলকাতার আমেরিকান সেন্টারের সামনে সন্দেহজনক গতিবিধি ও ছবি তোলার অভিযোগে পাকড়াও এক যুবক। ধৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, কলকাতায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে এক যুবককে ঘোরা ফেরা করতে দেখা যায়। তার চলাফেরায় সন্দেহ হয় স্থানীয়দের। ওই দূতাবাসের ছবিও তুলছিল সে। তাকে স্বাভাবিকভাবে না দেখে প্রথমে তাকে আটক করে দূতাবাসের নিরাপত্তারক্ষীরা। পরে তাঁরাই খবর দেয় শেক্সপিয়র থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরা গিয়ে ওই যুবককে প্রথমে আটক করা হয়েছে। জানা গিয়েছে, ওই যুবক উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তবে আমেরিকান সেন্টার অত্যন্ত উচ্চ নিরাপত্তা বলয়ে মধ্যে কী কারণে সে ঘোরা ফেরা করছিল, কী করেই বা পৌঁছে গেল সবটাই জানতে তৎপর পুলিশ। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শেক্সপিয়র থানার পুলিশ।

বেশ কয়েক ঘণ্টা হয়ে গেলেও তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা। ওই যুবককে কে বা কারা পাঠিয়েছিল। দূতাবাসের ছবি কেন তোলা হচ্ছিল। তার সঙ্গে আর কেউ আছে কিনা সবটাই জানার চেষ্টা চলছে। কলকাতায় অবস্থিত বিদেশী দূতাবাসে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। তারপরেও কী করে সেই নিরাপত্তা ভেঙে ওই যুবক সেখানে ঢুকে গেল। প্রথমেই কেন নজরে পরল না সবটাই জানার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে দূতাবাসের নিরাপত্তারক্ষাদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। কারণ এই নিরাপত্তারক্ষীরাই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ