এই মুহূর্তে




বিজেপির মুখে জুতো ও কাদা ছুঁড়ে মারার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতির

নিজস্ব প্রতিনিধি,সামসী: SIR চলাকালীন বেলাগাম জেলা তৃণমুল সভাপতি। বিজেপির মুখে জুতো ও কাদা ছুঁড়ে মারার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির(Abdur Rahim Bakshi)। মালদার সামসীতে(Samshi) তৃণমূলের BLA-2 কর্মীদের সভায় বিস্ফোরক আব্দুর রহিম বক্সি। বক্তব্য রাখতে গিয়ে রবিবার তিনি বলেন,”আমার বিধানসভা এলাকায় কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি নেই। ভোটার তালিকায় একশো নাগরিক তালিকা প্রকাশ করে বিজেপির মুখে জুতো ছুঁড়ে মারব। এমনকি মুখে কাদা মাখাব।”এসআইআর প্রাক্কালে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি।

যদিও জেলা সভাপতির এই বক্তব্যকে বাংলাদেশের লাভলি খাতুনের প্রসঙ্গে টেনে পাল্টা কটাক্ষ ছুঁড়েছে বিজেপি।উল্লেখ্য, দুদিন বাদেই মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ে যাবেন বিএলও-রা। সেই বিএলও দের পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকবেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট বিএলএ-২। রবিবার মালতীপুর বিধানসভার ২৪৫ জন বিএলএ-২ দের দলীয় নির্দেশ বোঝানোর পাশাপাশি তাদের হাতে পেন,ডায়েরি ও কভার ফাইল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে হুমকি ছোড়েন জেলা তৃণমূল সভাপতি। এর আগে,SIR থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি দেন হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার।
দলের নির্দেশ মেনে বসিরহাটের হাড়োয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এস আই আর নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় শালিপুর অঞ্চলের খলিসাদী কমিউনিটি হলে। আর এখানেই নেতা- কর্মী সমর্থকদের সামনে বিজেপি নেতাদের উদ্দেশ্যে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা বলেন, এস আই আর থেকে কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এলাকার বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানো হবে। এরকমই হুশিয়ারি দেন আব্দুল খালেক মোল্লা। এ দিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে একাধিক মহলে। এই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি একে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ডল যে রকম নির্দেশ দেবে সেভাবেই দলের সৈনিক হিসেবে তারা ঝাপিয়ে পড়বেন। এদিকে, উত্তর ২৪ পরগনা জেলার বামনগাছিতে রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের মহিলা কর্মীদের তার অন্তর্গত এলাকায় প্রত্যেকটি মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর নির্দেশ দিলেন উত্তর ২৪ পরগনা জেলা আই এন টি টি ইউসি’র সভাপতি তাপস দাশগুপ্ত। তিনি বলেন,বিজেপি চক্রান্ত করে আমাদের এনআরসি’ র মধ্য দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এই বলেই ভয় দেখাতে হবে প্রতিটি বাড়ির সাধারণ মহিলা ভোটারদের নির্দেশ তাপস দাশগুপ্তের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, কমিশনে অভিযুক্তের শ্বশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ