এই মুহূর্তে




অশোকনগর থেকে সিম কার্ড প্রতারণা চক্রে ৩ পাণ্ডাকে ধরল পুলিশ, উদ্ধার ২২টি সিম, ৩টি মোবাইল




নিজস্ব প্রতিনিধি, বারাসত: সিমকার্ড প্রতারণা চক্রের ৩ অভিযুক্তকে গ্রেফতার করল বারাসত সাইবার থানা। প্রত্যেকেরই বাড়ি অশোকনগর থানা(Asoknagar P.S.) এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সাধারন মানুষের কাছ থেকে নথি দিয়ে পোর্ট করিয়ে দেওয়ার নাম করে নতুন সিম তুলে তা সাইবার অপরাধীদের হাতে মোটা টাকার বিনিময় বিক্রি করতো। গ্রাহককে জানাতো বায়োমেট্রিক জনিত সমস্যার কারণে সিম পোর্ট করা সম্ভব হচ্ছে না । এই সমস্ত এলাকায় গিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় কুড়িটির বেশি সিম কার্ড ও তিনটি মোবাইল। ধৃতদের গ্রেফতার করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে পেশ করা হয় সোমবার দুপুরে। ধৃত ৩ পান্ডার নাম শফিকুল, বকুল বিশ্বাস ও সামিরুল।

পুলিশের দাবি এই সিম কার্ড এগুলি নতুন করে ইস্যু হত সেই গুলি চলে যেতো ভুয়ো বিভিন্ন কল সেন্টারে। সেখানে সেই সিম কার্ড ব্যবহার করে প্রবাসীদের ফোন করে ঋণসহ নানা পরিষেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার মতো সাইবার ক্রাইমের ঘটনা ঘটানো হতো। এই সফটার পেছনেই একটি বড় চক্র রয়েছে। মূলত যারা গ্রেফতার হয়েছে তারা বারাসত দত্তপুকুর অশোকনগর এইসব এলাকায় বিভিন্ন গ্রামে গিয়ে যারা অর্ধশিক্ষিত সেই সব বয়স্ক মানুষদের টার্গেট করে তাদের আধার ও বায়োমেট্রিক নিয়ে নতুন সিম কার্ড ইস্যু করে এই চক্রকে পাচার করত। এই ঘটনার পর বারাসত এলাকায় শেঠপুকুর, ১২ নম্বর রেলগেট ও দত্তপুকুর(Duttapukur) এলাকায় বিভিন্ন জায়গায় খোলা রাস্তার উপর যে সিম কার্ড বিক্রি করা হয় সেইসব জায়গাগুলিতে পুলিশ লাগাতার তল্লাশি অভিযান চালাবে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলে কারা এই সিম কার্ড ব্যবসায় বৈধ এবং অবৈধ সেই বিষয়টিও চিহ্নিত করবে পুলিশ। পুলিশের সন্দেহ এই ডুপ্লিকেট সিম কার্ড(Duplicate Sim Card) প্রয়োজনে মোটা টাকায় বিক্রি করা হতো অনুপ্রবেশকারী বাংলাদেশীদেরও। ফলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এদেশে চোরাপথে এসে সেই ডুপ্লিকেট সিম কার্ড ব্যবহার করে মোবাইল ফোন থেকে কথা বলতো প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে। এই ধৃত তিন পাণ্ডার পাশাপাশি আর কারা এই চক্রে যুক্ত তা জানতে পুলিশ তদন্ত করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্লাসে মন না দিয়ে জানলার দিকে তাকিয়ে থাকায় শিক্ষকের ‘থাপ্পড়’, জ্ঞান হারাল ছাত্র

চুঁচুড়াতে চলন্ত টোটোর মধ্যে অজ্ঞান করে অপহরণের চেষ্টা, ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন গৃহবধূ

মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ