নিজস্ব প্রতিনিধি,বাগদা: শুক্রবার এর পর শনিবারেও অব্যাহত পড়ুয়া এবং অভিভাবকদের বিক্ষোভ। আন্দোলনের যেড়ে বাতিল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা।আর্থিক দুর্নীতি এবং চারিত্রিক অভিযোগ তুলে বাগদা থানার(Bagda P.S.) কোনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দারের বদলির দাবিতে শুক্রবারের পর শনিবারও বিক্ষোভ পথ অবরোধের শামিল স্কুল পড়ুয়া অভিভাবক থেকে গ্রামের মানুষেরা। সকাল থেকেই কলববাগান-বেয়ারা রোড অবরোধ(Road Block) করে তারা।
শনিবার সকালে প্রতিদিনের মতোই স্কুল শুরু হয়েছিল। কিন্তু কিছু সময় পরই বাগদা থানার বিশাল পুলিশ বাহিনীর নিরাপত্তায় স্কুলে আসেন প্রধান শিক্ষক অনুপম সর্দার । আর তাকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্কুলের পড়ুয়া অভিভাবক ও গ্রামের মানুষেরা। স্কুল ছেড়ে বেরিয়ে যায় পড়ুয়ারা। স্কুল থেকে ৫০০ মিটার দূরে মূল সড়ক অবরোধ করে তারা।অন্যদিকে, শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা(Madhyamik Test Exam.)। ছাত্র-ছাত্রীদের অনুরোধে এবং স্কুলের বর্তমান পরিস্থিতি বিচার করে শনিবারের পরীক্ষা চলতি মাসের ২৯ তারিখ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্কুলের একাডেমিক কাউন্সিলের (School Academic Council)সদস্যরা।
এমনটাই দাবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ মন্ডলের।পরীক্ষা না হওয়ায় যথেষ্ট ক্ষতির আশঙ্কা করছেন পড়ুয়ারা।অপরদিকে প্রধান শিক্ষক অনুপম সর্দার প্রতিদিনের মতোই নিয়মিত স্কুলে আসছেন। অনুপম বাবু দাবি স্কুলের কিছু শিক্ষক এবং এলাকার মানুষরা চক্রান্ত করে তার বিরুদ্ধে এই কাজ করচ্ছে।এতে পড়ুয়াদের ভবিষ্যতের ক্ষতি হচ্ছে।