এই মুহূর্তে




বহরমপুর কলেজ হোস্টেলে র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড ৫ ছাত্র




নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: র‍্যাগিং এর অভিযোগে বহরমপুর কলেজের হোস্টেল থেকে সাসপেন্ড ৫ ছাত্র। কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাক্ত অধ্যক্ষ। জানা গিয়েছে ইউজিসির অ্যান্টি র‍্যাগিং সেলে বহরমপুর কলেজের হোস্টেল(Baharampur College Hostel) থেকে কিছু সেকেন্ড ইয়ার সেমিস্টারের ছাত্র র‍্যাগিং এর অভিযোগ করেন। তাদের অভিযোগ ফোর্থ ইয়ার সেমিস্টারের ৫ ছাত্রের বিরুদ্ধে। তারা সেই অভিযোগ কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি ইউজিসির অ্যান্টি র‍্যাগিং সেলে লিখিতভাবে জানায়। সেখান থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে মেল পাঠিয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়।শনিবার এনিয়ে কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক হয়।

এরপর যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যারা অভিযোগ করেছেন তাদের প্রত্যেককে ডেকে লেজের এন্টি র‍্যাগিং কমিটির পক্ষ থেকে পৃথক পৃথক বয়ান সংগ্রহ করা হয়। সেখানেই হোস্টেলের ৫ ছাত্রকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়। শান্তনু ভাদুড়ী ভারপ্রাপ্ত কলেজ ইনচার্জ জানান, এই অভিযোগের ভিত্তিতে পাঁচ ছাত্রকে অবিলম্বে হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার তাদের লিখিতভাবে নোটিশ দেওয়া হবে হোস্টেল ছাড়ার জন্য। তবে তাদের ভবিষ্যতের কথা ভেবে কলেজ থেকে বিতাড়িত করা হচ্ছে না। তাদেরকে অন্যত্র থাকতে বলা হয়েছে।

পরবর্তীকালে তিনি নিজে যারা অভিযোগ করেছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উভয়পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে দেবেন। কারণ কলেজের ছাত্ররা তারা পরিবার ছেড়ে এখানে থাকে। তাদের অভিভাবক হলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। তিনি নিজেও একজন অভিভাবক হিসেবে এই বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। সমাধান করবেন।তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন র‍্যাগিং এর যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মৌখিকভাবে ঘটেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সেটাই জানতে পেরেছে কলেজ র‍্যাগিং কমিটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

ব্যারাকপুর থেকে ছাংগু বাবার দুই সাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

আন্দুলে মৃতদেহ দাহ করার পর টাকার বিনিময়ে সার্টিফিকেট মিলছে মুদির দোকানে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ