এই মুহূর্তে




কলকাতায় মেঘলা আকাশ, বুধবার ফের বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতে

নিজস্ব প্রতিনিধি:দক্ষিণবঙ্গের তাপমাত্রা শনিবারের তুলনায় রবিবার ২ ডিগ্রি মতো কমে গেছে। তার মূলত কারণ মেঘলা আকাশ। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে(South Bengal) সেই অর্থে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৫ নভেম্বর বুধবার উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূলত কারণ মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । ৬ নভেম্বরের পরে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কমে যাবে ।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে রবিবার প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।সোমবার শুধুমাত্র দার্জিলিং এবং কালিংপং এ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে যাওয়ার পরে এখন যেখানে দাঁড়িয়েছে তাতে আগামী পাঁচ দিন এরকমই তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হবে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি কমে যাবে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। চলতি মাসের মাঝামাঝির দিক থেকে ধীরে ধীরে শীত অনুভব হবে বঙ্গে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। নভেম্বরের শেষ থেকে জাঁকিয়ে পড়তে পারে শীত।

এদিকে,বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টি চলছে। ফলে ফুলেফেঁপে উঠেছে একাধিক নদী। রাজগঞ্জ ব্লকের পোড়াঝার এলাকায় গিয়ে দেখা গেছে, চোখেমুখে ভয় আর অনিশ্চয়তার ছাপ নিয়ে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে আগেভাগেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন।আতঙ্কে রাতের ঘুম উড়েছে পোড়াঝার এলাকার বাসিন্দাদের। মাত্র এক মাস আগেই—গত ৪ঠা অক্টোবরের ভয়াবহ বন্যায় সব হারিয়েছিলেন এই এলাকার মানুষ। ঘূর্ণিঝড় মন্থার শক্তি কমলেও, নতুন করে টানা বৃষ্টির জেরে ফের দুঃস্বপ্ন ঘনাচ্ছে তাঁদের জীবনে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল

কালনার রাস্তায় বালুরঘাটের এনুমারেশন ফর্ম! উদ্ধারের পর রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ