এই মুহূর্তে




নাবালিকাকে ধর্ষণের দায়ে ১৪ দিনের জেল হেফাজত বাংলার জনপ্রিয় ইউটিউবারের

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুর চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে উত্তপ্ত গোটা রাজ্য। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তরুণীর সহপাঠী-সহ ৬ জন। ফুচকা খাওয়ার নামে হোস্টেল থেকে বেরিয়েছিল উড়িষ্যার বাসিন্দা। তখনই তাঁকে টেনে নিয়ে ৫ জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযুক্তরা সকলেই কলেজ এলাকার বাসিন্দা। এই ঘটনায় রীতিমতো অশান্তির জের এলাকায়। এমন আবহে গত রবিবার এক নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছিলেন বাংলার এক ইউটিউবার এবং তাঁর নাবালক ছেলে। গ্রেফতারের পর বসিরহাট মহকুমা আদালত তাঁদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল।

এবার সেই মেয়াদ শেষে জনপ্রিয় ইউটিউবারকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। ইতিমধ্যেই তাঁর পুত্রকে হোমে পাঠানো হয়েছে। গত রবিবার উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে গ্রেফতার হন ইউটিউবার এবং তাঁর ছেলে। বুধবার তিনদিনের পুলিশি মেয়াদ শেষে ওই ইউটিউবারকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করায় হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি ধর্ষিতা নাবালিকার গোপণ জবানবন্দী নেয় বসিরহাট মহকুমা আদালত। আর বিচারকে অভিযুক্ত ইউটিউবারের ১৪ দিনেল জেল হেফাজতের নির্দেশ দেয়। অর্থাৎ তাঁকে আবার ২৪ অক্টোবর আদালতে হাজির করাতে হবে। কিন্তু কী অভিযোগ ছিল ইউটিউবার ও তাঁর ছেলের বিরূদ্ধে? অভিযোগ, ফেসবুকে রিলস বানানোর নামে ওই নাবালিকার অশ্লীল ভিডিও তুলে তা দিয়ে ব্ল্যাকমেইল শুরু করেছিলেন ইউটিউবার। এবং ধর্ষণ করেন। নির্যাতিতার দাবি, ইউটিউবারের কাণ্ডের কথা সে তাঁর ছেলেকে বলেছিল। বাবার কীর্তির কথা শুনে নাবালিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে ইউটিউবারের ছেলে বলেন, সে তাঁকে বিয়ে করল।

এরপর সে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকি নাবালিকা বাড়ি ফিরতে চাইলে তাঁকে আটকে রাখে ইউটিউবারের পুত্র। ওদিকে রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরছে না বলে খোঁজ শুরু করে নির্যাতিতা বাড়ির লোকজন। এরপর তাঁরা ইউটিউবারের বাড়িতে যান। সেখানে গিয়ে মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান তাঁরা বাবা-মা। এরপর মেয়ে কাঁদতে কাঁদতে সমস্ত কথা জানায় বাবা-মাকে। এরপরেই ইউটিউবার ও তাঁর নাবালক ছেলে দুজনের বিরুদ্ধেই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা-মা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন পিতা-পুত্র। গত রবিবার ইউটিউবারকে আদালতে হাজির করানো হলে তাঁর তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আর ছেলেকে জুভেনাইল আদালতে তোলা হলে সেখান থেকে তাকে হোমে পাঠানো হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিবেকবোধহীন, অপরিকল্পিত SIR বন্ধ করুন’, BLO-র মৃত্যুতে কমিশনকে আক্রমণ মমতার

মামলাকারীদের ১০ নম্বর দেওয়া হবে না কেন? এসএসসি’র অবস্থান তলব বিচারপতি অমৃতা সিনহার

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ