এই মুহূর্তে




নাবালিকা ধর্ষণে ৫ বছর পরে গ্রেফতার বিজেপি বিধায়কের ভাইপো

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দলীয় কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশের জালে বিজেপি বিধায়কের ভাইপো। ধর্ষণ করার পাঁচ বছর পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এতদিন ফেরার ছিল সে। পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত সহদেব ঘড়ুই।

জানা গিয়েছে, দলের কর্মীর মেয়েকে ধর্ষণ করার অভিযোগে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুইকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সকালে। গত ৫ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত সহদেব। মঙ্গলবার সকালে কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পড়ে সে। নিজেকে নির্দোষ বলে দাবি জানিয়েছে সহদেব। তার দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই। কিন্তু কে বা কারা, কেন তাকে ফাঁসাচ্ছে, সেই নিয়ে মুখ খোলেনি সহদেব ঘড়ুই।

সূত্রের খবর, ২০২০ সালে সহদেব ঘড়ুই এর বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই নাবালিকা এক বিজেপিকর্মীর মেয়ে। অভিযুক্ত সহদেব কাঁকসার আমলাজোড়া  এলাকার বামনাবেড়ার বাসিন্দা। ঘটনার পরে অভিযুক্তের বিরুদ্ধে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল নাবালিকার পরিবার। কিন্তু অভিযুক্তকে কোনওভাবেই ধরা যাচ্ছিল না। ঘটনার পর থেকে পালিয়ে গিয়েছিল সে। ২০২০ সালের পর থেকে এলাকায় তাকে দেখা যায়নি। একাধিকবার অভিযুক্তের বাড়িতে আদালতের নির্দেশ পাঠানো হলেও কোনও হদিস মিলছিল না সহদেবের। অবশেষে দীর্ঘদিন ফেরার থাকার পর সম্প্রতি বাড়িতে ফেরে সে। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমনে বেরোলে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে চিনতে পারে। তারাই খবর দেয় কাঁকসা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ