এই মুহূর্তে




চাপড়াতে বাংলাদেশি সন্দেহে ভারতীয় কৃষককে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,চাপড়া: বাংলাদেশি সন্দেহে ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে । বিএসএফের মারে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি । চাপড়া থানায়(Chapra P.S.) বিএসএফের(BSF) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ভারতীয় কৃষক । নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা মারছিলেন ওই গ্রামেরই কৃষক রফিকুল মণ্ডল । চায়ের দোকান থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি সন্দেহে মারধর করে বলে অভিযোগ । তাকে প্রায় ঘন্টা তিনেক আটকে রেখে পায়ে শেকল দিয়ে বেঁধে বেধড়ক মারে তিনজন বিএসএফ জওয়ান মিলে।

এরপর কাঁটাতারের কাছে গিয়ে নিয়ে তাকে স্বীকারোক্তি করানোর চেষ্টা করে, সে কাঁটাতার কাটতে এসেছিল বলে। কিন্তু রফিকুল সবকিছুতেই অস্বীকার করে । তাকে বিএসএফ স্বীকার করতে বাধ্য করে সে বাংলাদেশি । এমনটাই অভিযোগ রফিকুলের । এরপর তাকে ছেড়ে দেওয়া হয় । বি এস এফ এর আগেও একাধিক গ্রামবাসীদের সাথে এরকম করেছে বলে অভিযোগ রফিকুল মন্ডলের(Rafiqul Mondal) । এই ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ করে বিচার চায় ওই কৃষক। সীমান্তের কাঁটাতার বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং এস আই আর ও এন আর সি ইস্যুতে যখন তপ্ত বঙ্গ রাজনীতি, ঠিক সেই সময় এই ঘটনা নতুন করে কাঠগড়ায় দাঁড় করাল বিএসএফ জওয়ানদের।

চাপড়া থানার পুলিশ ওই কৃষকের লিখিত অভিযোগ গ্রহণ করেছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এখনো ওই কৃষকের সারা শরীরে বিএসএফ জওয়ানদের মারের আঘাতের চিহ্ন রয়ে গিয়েছে। সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু বিএসএফ জওয়ান গ্রামবাসীদের ওপর এই ধরনের অত্যাচার করছে বলে বারবার অভিযোগ সামনে এসেছে। চাপড়ার ঘটনায় ফের বিএসএফের বিরুদ্ধে খুব দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ