এই মুহূর্তে




দিঘায় রথ নিয়ে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন ৫ মন্ত্রী




নিজস্ব প্রতিনিধি, দিঘা : রথ যাত্রার আগের দিন বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার রথ যাত্রার তদারকিতে রয়েছেন পাঁচমন্ত্রী। এই ৫ মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে ক্রাউড ম্যানেজমেন্ট মিটিং। মন্দির উদ্বোধনের পর শুক্রবার প্রথম রথযাত্রা দিঘায়। গোটা ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্নানযাত্রার পর ১৫ দিন সকলের চোখের আড়ালে ছিলেন জগন্নাথদেব। অবশেষে বৃহস্পতিবার সকাল হতেই দিঘায় ভক্তদের দর্শন দিলেন জগন্নাথদেব। সকালে নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহ। এই বছর প্রথম দিঘায় জগন্নাথদেবের মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। দেশ বিদেশের বহু ভক্তরা এসেছেন দিঘায়। বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠানের পর শুক্রবার পালিত হবে রথযাত্রা। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা এক কিলোমিটার রাস্তায় যাবে এই রথ। গোটা রথযাত্রা মুখ্যমন্ত্রীর তারপরতায় হচ্ছে। ভিড় সামলাতে যাতে হিমশিম খেতে না হয় সেই জন্যই আগাম ব্যবস্থা নিতে তৎপর পুলিশ প্রশাসন।

দিঘায় প্রথমবার মন্দির উদ্বোধনের পরে পালিত হতে চলেছে রথযাত্রা। দেশ বিদেশ থেকে বহু মানুষ আসছেন এখানে। পুরীর মতই ভক্তদের ঢল নেমেছে দিঘাতেও। তাই রথের দিন যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের।

বুধবার দিঘায় পৌঁছে দফায় দফায় প্রস্তুতি নিয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বেশ কিছু নির্দেশও দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে পাঁচ মন্ত্রী বুধবার অনেক রাত পর্যন্ত কাজ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে ফের তদারকিতে নেমেছেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায় এবং স্নেহাশিস চক্রবর্তী গত বুধবার থেকেই রয়েছেন দিঘায়। বৃহস্পতিবার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ