এই মুহূর্তে




দুবরাজপুর থেকে ভূতত্ত্ববিদ্যাতে গবেষণা করতে সুইজারল্যান্ড পাড়ি দিচ্ছেন মৈনাক দত্ত




নিজস্ব প্রতিনিধি, দুবরাজপুর: বীরভূম জেলা তথা রাজ্যের গর্ব তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের প্রাক্তন কৃতী ছাত্র মৈনাক দত্ত গবেষণার জন্য পাড়ি দিচ্ছেন সুইজারল্যান্ডে(Swizerland)।বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের প্রাক্তন কৃতী ছাত্র বক্রেশ্বর(Bakreswar) এর বাসিন্দা মৈনাক দত্ত(Mainak Dutta) সোমবার তিন মাসের গবেষণার জন্য পাড়ি দিচ্ছেন সুইজারল্যান্ডে।তাঁর গবেষণার বিষয় ভূতত্ত্ববিদ্যা। সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় সারা বিশ্বের চারটি দেশের সেরা মেধাবী ছাত্র-ছাত্রীরা এই গবেষণার(Research) জন্য আবেদন করতে পারেন।

যার মধ্যে ভারতবর্ষের শুধুমাত্র চারজন ছাত্রছাত্রী এই গবেষণা করার সুযোগ পেয়েছেন। যার মধ্যে মৈনাক দত্ত ও আছেন৷ এমনকি পশ্চিমবঙ্গ থেকে কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সদ্য এমএসসি সম্পূর্ণ হওয়া ছাত্র মৈনাক দত্তই সুযোগ পেয়েছেন।মৈনাক দত্ত ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ নিয়ে দক্ষতার সাথে পাশ করে। মৈনাক দত্ত ছোট থেকেই খুবই মেধাবী ছাত্র। মৈনাক দত্তের বাবা উজ্জল দত্ত বক্রেশ্বর পর্যটন কেন্দ্রের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মা দীপা দত্ত বক্রেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী কাজে কর্মরত। মৈনাক দত্তরা দুই ভাই। মৈনাক এর দাদা ব্যাঙ্গালোরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। স্বভাবতই মৈনাক দত্তের এই সাফল্যে গর্বিত তাঁর বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্য এবং বক্রেশ্বর পর্যটন কেন্দ্রের বাসিন্দারা। গর্বিত তাঁতিপাড়া নব কিশোর বিদ্যানিকেতনের(Kishor Vidyanikatan) শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।

কারণ মৈনাক দত্তের এই সাফল্য আগামী দিনে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অনুপ্রেরণা জাগাবে। উল্লেখ্য যে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের বহু মেধাবী ছাত্র বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ও গবেষণারত আছেন৷ গ্রামীণ এলাকার এই বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীরা বিদেশের মাটিতে স্বমহিমায় ও দক্ষতায় কর্মরত থেকে তাঁতিপাড়া নব কিশোর বিদ্যানিকেতনের সুনাম ও খ্যাতি বাড়িয়ে তুলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। এবার আরও একটি নাম জুড়ল মৈনাক দত্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ