এই মুহূর্তে




কোচিং সেরে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ, হাড়হিম ঘটনা দমদমে

নিজস্ব প্রতিনিধি: দমদমে সপ্তম শ্রেণির নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনায় প্রবল চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। দমদমের বাসিন্দা ওই নাবালিকা সপ্তম শ্রেণির পড়ুয়া। শনিবার সন্ধ্যাবেলা পড়তে গিয়েছিল সে। ফেরার সময় এক বন্ধুর সঙ্গে দেখা হয়। 

কমলাপুর পার্কে বসে দুজনে মিলে গল্প করে তারা। এরপর নাবালিকা ও তার বন্ধুর সঙ্গে যোগ দেয় আরও দুজন। অভিযোগ, এরপর এই তিন পুরুষ বন্ধু মিলে নাবালিকাকে জোর করে টোটোতে টেনে ওঠায়। নাবালিকা বারবার পালানোর চেষ্টা করেও পারেনি। অভিযুক্তরা তাকে নিয়ে যায় দুনম্বর মতিলাল কলোনির হরিজন বস্তিতে। সেখানকার একটি ঝুপড়িতে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

একসময় পালানোর সুযোগ পেয়ে অভিযুক্তের হাত ছেড়ে পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসে নাবালিকা। তাকে অসুস্থ ও বিধ্বস্ত অবস্থায় দেখে পরিবারের লোকদের সন্দেহ হয়। তারা নাবালিকাকে জিজ্ঞাসা করতেই সে সবটা জানায়। এরপর রাতেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। টোটোচালক সহ তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কঠিন শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। শুরু হয়েছে তদন্ত।

যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল রিকি পাসোয়ান, রাজেশ পাসোয়ান এবং সঞ্জয় সাহা। দমদম থানার পুলিশ এদেরকে গ্রেফতার করেছে। এই ঘটনায় যশোর রোড এইচএমবি গেটের সামনে প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় জনতা পার্টি। টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠায় দমদম থানার পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ