এই মুহূর্তে




ভারী বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ, পড়ুয়াদের সুরক্ষার্থে বন্ধ ৭০০-র বেশি স্কুলের পঠনপাঠন, কবে খুলবে?

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির রোষে লন্ডভন্ড উত্তরবঙ্গ! দুর্যোগের জেরে স্তব্ধ জনজীবন। জায়গায় জায়গায় ধসের নিচে চাপা পড়েছেন অনেকে। ইতিমধ্যেই ২৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মূহুর্তে উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়েছেন। তিনি নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে এবার বিপদ এড়াতে উত্তরবঙ্গের স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জিটিএ (gorkhaland territorial administration)। গত শনিবার রাত থেকে উত্তরবঙ্গের পাহাড় প্রকৃতির তাণ্ডবলীলায় বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং এর একাধিক গ্রাম। যার ফলে রাস্তাঘাট, ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক স্কুল। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের সুরক্ষা স্বার্থে আপাতত সমস্ত স্কুলের পঠনপাঠন বন্ধ থাকবে।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের কারণে দার্জিলিঙের দুধিয়া, মিরিক, তাবাকোশি, সুখিয়াপোখরি, বিজনবাড়ির মতো একাধিক গ্রামে ধস নেমেছে। বিশেষত, মিরিকে ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অনেকে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকা। তাই পরিস্থিতি বিবেচনা করে সেই সমস্ত এলাকার আবাসিক স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও স্কুলের আবাসিকদের অনেক পড়ুয়া দুর্গাপুজোর জন্য বাড়ি গিয়েছেন, তাই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মিরিকের রাংভাং বস্তি গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, শহরের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা চালু থাকলেও বন্ধ জল সরবরাহ ব্যবস্থা। তবে বৃষ্টিপাত থামলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। রাস্তা মেরামতির কাজ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটাই সময় লাগবে। তাই স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে।
দুর্যোগের জেরে কালিম্পঙের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। সেন্ট ফিলোমেনা গার্লস হাইস্কুল-সহ বেশ কিছু আবাসিক স্কুলের পড়ুয়াদের বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে। জিটিএ-এর অধীনে দার্জিলিং, কালিম্পঙে সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ৭৭৬টি প্রাথমিক, ২৩টি উচ্চ প্রাথমিক, ৫১টি হাইস্কুল, ৭৩টি উচ্চ মাধ্যমিক স্কুল, ৫৪১টি শিশু শিক্ষা কেন্দ্র, ৬৭টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, ন’টি কলেজ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই সমস্ত প্রতিষ্ঠান ১৩ অক্টোবর খুলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিবেকবোধহীন, অপরিকল্পিত SIR বন্ধ করুন’, BLO-র মৃত্যুতে কমিশনকে আক্রমণ মমতার

মামলাকারীদের ১০ নম্বর দেওয়া হবে না কেন? এসএসসি’র অবস্থান তলব বিচারপতি অমৃতা সিনহার

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ