এই মুহূর্তে




ঝগড়া করে বাপের বাড়ি চলে আসায় ,শ্যালক সহ নিজের বউকে পেট্রোল দিয়ে আগুন ধরালেন স্বামী

নিজস্ব প্রতিনিধি ,গোঘাট: স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে এসেছিলেন। এই ঘটনা মেনে নিতে পারেন নি স্বামী। সেই রাগে রাতের অন্ধকারে শ্বশুরবাড়িতে পৌঁছন স্বামী। তারপর পাইবে ছাদে উঠে শ্বশুর বাড়িতে ঢুকে গুণধর জামাই ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রী এবং শ্যালকের গায়ে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার ভোররাতে এই ঘটনাটি ঘটে হুগলি জেলার গোঘাটের দু- নম্বর ব্লকের ভগবানপুর(Bhagabanpur) এলাকায়। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন স্ত্রী লক্ষ্মী রীথ(Laxmi Rith) ও তার ভাই অর্থাৎ শ্যালক দেবদাস পণ্ডিত(Debdas Pandit)। বর্তমানে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকে গুণধর স্বামী তথা জামাই সন্তু রীথ(Santu Rith) পলাতক। তার খোঁজ করছে গোঘাট থানার পুলিশ। জানা গিয়েছে হুগলি জেলার ভগবানপুর এলাকার বাসিন্দা সুকুমার পণ্ডিতের মেয়ে লক্ষীর সঙ্গে বিয়ে হয়েছিল পশ্চিম মেদিনীপুরের রাধা বল্লভপুরের সন্তুর। প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন ভালো কাটলেও একটি সন্তান হওয়ার পর থেকে স্বামী – স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

গত কয়েক মাস আগে এই গোলমাল এর জেরে নিজের মেয়ে লক্ষীকে বাড়িতে নিয়ে চলে আসেন তার বাবা সুকুমার। জামাই সন্তু তা মেনে নিতে পারেননি। লক্ষীর পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ মঙ্গলবার ভোরে শ্বশুরবাড়ির দেওয়ালে লাগানো পাইপ বেয়ে ছাদে উঠে জামাই চিলেকোঠার দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় স্ত্রী লক্ষী এবং তার ভাই দেবদাসের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দুজনের চিৎকারে ঘুম ভাঙে বাড়ির অন্যান্য সদস্যদের। এরপর পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সেখান থেকে পলাতক জামাই সন্তুর জুতো(Shoe) উদ্ধার করেছে পুলিশ।

অগ্নিদগ্ধ দুজনকে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে(Kamarpukur Helath Center) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে আরামবাগ মহকুমা হাসপাতালে(Arambag Hospital) স্থানান্তর করা হয়। সেখানেই অগ্নিদগ্ধ অবস্থায় জীবন যুদ্ধে লড়াই করছেন দুজনে। লক্ষ্মীর জেঠিমা ভারতী পণ্ডিত জানান স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল এর আগেও একাধিক বার অশান্তি হয়েছে এই ঘটনায় জামাইয়ের কঠোর শাস্তি চাইছেন তিনি। পুলিশ পলাতক জামাইকে হন্যে হয়ে খুঁজছে। তদন্তকারী পুলিশ অফিসারের দাবি, অতিসত্বর সন্তুকে গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ