এই মুহূর্তে




মেয়ে কেন? সদ্যজাতের মুখে বিষ ঢেলে দিয়ে গ্রেফতার ঠাকুমা, চাঞ্চল্য ঝাড়গ্রামে

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:মেয়ে কেন?”— সদ্যজাতের মুখে বিষ। অভিযুক্ত ঠাকুমা।কন্যা সন্তান জন্মে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রামে। জানা গেছে, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত তালগ্রামের ঘটনা। অভিযোগ, কন্যা সন্তান জন্মানোর অপরাধে সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে খুনের চেষ্টা করেন তারই ঠাকুমা। বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ঠাকুমা মালা মল্লিককে(Mala Mallick) গ্রেফতার করেছে বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশ। ধৃতকে রবিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় এলাকা জুড়ে নিন্দা ও চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মাত্র ১৬ বছর বয়সেই গ্রামেরই এক ২২ বছরের যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল ওই নাবালিকা। কিছুদিন চেন্নাইয়ে(Chennai) থাকার পর অন্তঃসত্ত্বা অবস্থায় ফিরে আসে বাপের বাড়িতে।

সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। পরে নবজাতককে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে শুরু হয় মানসিক নির্যাতন। পরিবারের অভিযোগ, “ছেলে নয়, মেয়ে সন্তান জন্ম দিয়েছে”— এই কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি এবং সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে দেন বলে অভিযোগ।আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল(Gopiballavpur Hospital) হয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, পেট ওয়াশের পরও শিশুটি তীব্র শ্বাসকষ্ট ও খিঁচুনিতে ভুগছে। বর্তমানে হাসপাতালে শিশুটি সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম জেলা পুলিশ।

অন্যদিকে, অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে এই প্রসঙ্গে ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানিয়েছেন যে এলাকায় এই ঘটনা ঘটেছে ওই এলাকায় আরো বেশি করে বাল্যবিবাহ রোধে প্রচার চালানো হবে। রাজ্য সরকারের কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হবে বাল্যবিবাহ রোধ করার জন্য। এর পাশাপাশি সদ্য জাতের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার তদন্ত পুলিশ করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ