এই মুহূর্তে




খড়দায় ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খড়দহ: প্রেমিকার সাথে টেলিফোনে অশান্তি। তুমুল কথা কাটাকাটি। আর এর পরিণতিতে হাতের মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে আত্মহত্যা করল এক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটে খড়দহতে। বছর ২০ JIS টেকনোলজি কলেজের স্টুডেন্ট খড়দহর পুনম টাওয়ার এ্যাপার্টমেন্টের 205 A, N. S .Road Kolkata 109 ward No-8 ঘর ভাড়া নিয়ে থাকতো। তার সঙ্গে তার দুই বন্ধুও থাকতো। আত্মঘাতী হওয়া ইঞ্জিনিয়ারিং ছাত্রের বাড়ি বিহারের পাটনায়। গত পুজোর আগে থেকে ওই বাড়িতে দুটি ঘর ভাড়া নিয়ে তারা থাকছিল।

ভোর বেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে গুলশন কুমার (Gulsan Kumar)নামে এক ছাত্র। এলাকার সাধারণ মানুষ খবর পেয়ে ছুটে এসে পুলিশে খবর দেয়।এলাকায় চাঞ্চল্য দেখা যায়। তিন মাস ধরে এই ফ্লাটে বসবাস করত স্টুডেন্ট টিম । তিনজন বন্ধু মিলে। হঠাৎই ভোরবেলায় গুলশন নামে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনার পর খড়দহ থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলরাম হাসপাতালে ।

এই নিয়ে এখন মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ধোঁয়াশা। তদন্তে খড়দহ থানার পুলিশ ওই মৃত ইঞ্জিনিয়ারিং ছাত্রের ২ সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করছে। মৃত ইঞ্জিনিয়ারিং ছাত্রের পরিবারকে বিহারে খবর পাঠানো হয়েছে। ওই ছাত্রের ভেঙে যাওয়া মোবাইল পুলিশ উদ্ধার করেছে। সেখান থেকে তথ্য ঘেঁটে পুলিশ ওই ছাত্ররাতে কার সাথে ফোনে কথা বলেছিল এবং ভোরবেলা কোন ফোন এসেছিল কিনা সেই তথ্য জানার চেষ্টা করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ