এই মুহূর্তে




সাতসকালে মেট্রোর ব্লু লাইনে বিভ্রাট, কিছুক্ষণ পর পরিষেবা স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি : ফের ভোগান্তির শিকার মেট্রোযাত্রীরা। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে চালু ছিল মেট্রো। ব্লু লাইনে আংশিক পরিষেবা চালু রাখা হয়েছিল। অফিস টাইমে এই পরিষেবা ব্যহত হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। দ্রুততার সঙ্গে কাজ করে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

জানা গিয়েছে, অটো সিগন্যালিং সিস্টেমে জরুরি কারণে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্যই পরিষেবা বন্ধ রাখা ছিল। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। শুক্রবার সকালে পরিষেবা শুরুর সময়েই অটো সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেয়। তখনই তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়। সেই সময় আংশিক পরিষেবা বন্ধ রেখে বাকি পরিষেবা চালু রাখা হয়। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে আপ ও ডাউনে। প্রায়ই অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কখনও লাইনে জল ঢুকে যাওয়া, কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও আত্মহত্যার ঘটনা। ফলে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যহত হয়। এদিন অটো সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেওয়ায় আংশিক পরিষেবা চালু রেখে, বাকি কাজ করা হয়।

মেট্রো সূত্রে খবর, বেলগাছিয়ার কাছে অটো সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার কারণে এই বিভ্রাটের সৃষ্টি হয়েছে। তাই মেট্রো কর্তৃপক্ষ টের পেয়েই জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে। তারফলেই দমদমে পরিষেবা বন্ধ হয়ে গেছে।  অফিস টাইমে মানুষের সমস্যা কাটতে দ্রুত পরিষেবা স্বাভাবিকও করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ