এই মুহূর্তে




LIVE : কার্নিভালের পুজোর থিমে ডান্ডিয়া নাচ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছরের মত এবারও রেড রোডে চলছে দুর্গাপুজোর কার্নিভাল। মোট ৮৯ টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিচ্ছে। মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ বিশিষ্ট অতিথিরা। এছাড়রা বিদেশি দূতাবাসের প্রতিনিধি-সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে জড়িত একাধিক বিশিষ্ট জন উপস্থিত রয়েছেন। বাংলার প্রাণের উ‍ৎসবের সাক্ষী থাকতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর থেকেই রেড রোডে জড়ো হয়েছিলেন সাধারণ মানুষ। ভিড় সামলাতে হিমশিম খান পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবকরা।

 

 ধর্মতলায় দ্রোহ কার্নিভালের মানববন্ধনের নামে অসভ্যতামি, মন্ত্রী সুজিত বসুর গাড়িতে চড়-থাপ্পড়

ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে ধর্মতলায় ‘গো ব্যাক’ স্লোগান। 

বিদেশি অতিথিদের সামনে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করতে ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ বুকে লাগিয়ে ডিউটি করতে গিয়ে আটক হলেন এক চিকি‍ৎসক।   

কার্নিভালে উপস্থিত টলিপাড়ার পরিচিত মুখ জুন মালিয়া, সৌমিতৃষা কুণ্ডু। গানের তালে তালে নাচও করলেন কেউ কেউ।

শোভাযাত্রা চলছে আলিপুর রোডের ‘কোলাহল গোষ্ঠী’র।  

কালীঘাটের ‘ফরওয়ার্ড ক্লাব’-এর থিম ‘নাশ’ প্রদরর্শিত হচ্ছে।  

কার্নিভালে হাজির দমদম পার্ক তরুণ দল। উত্তর শহরতলীর থিমে মুগ্ধ মুখ্যমন্ত্রী।   

প্রদর্শিত হচ্ছে বাদামতলা আষাড় সঙ্ঘের শোভাযাত্রা।  

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করলেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানকে কার্নিভালে ‘সেরা পুজোর গান’ বলে ঘোষণা

LIVE

  • 7:44 PM (IST) - 15 Oct 2024


    কার্নিভালের পুজোর থিমে ডান্ডিয়া নাচ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

    কার্নিভালের পুজোর থিমে পরিবেশিত হল ডান্ডিয়া নাচ। অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 5:12 PM (IST) - 15 Oct 2024


    কার্নিভালের মঞ্চে গানের তালে নাচলেন সৌমিতৃষা- সহ একাধিক টলি তারকারা

    কার্নিভালের মঞ্চে গানের তালে নাচলেন অভিনেত্রী  সৌমিতৃষা কুণ্ডু, শ্রীতমা ভট্টাচার্য সহ একাধিক টলিউড তারকারা।

  • 4:52 PM (IST) - 15 Oct 2024


    পুজো কমিটিগুলির তরফ থেকে শুরু শোভাযাত্রা

    বাদাম তলা আষাড় সঙ্ঘ, দমদম পার্ক তরুণ দল ,  বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুরু হয়েছে শোভাযাত্রা।

  • 4:38 PM (IST) - 15 Oct 2024


    কার্নিভালের শুরুতেই মুখ্যমন্ত্রীর  লেখা ‘পুজোর গান'

    কার্নিভালে সেরা গান হিসাবে ঘোষিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের   লেখা ‘পুজোর গান' । তাই দুর্গাপুজোর কার্নিভালের শুরুতেই সেই  গানের সঙ্গে চলছে নৃত্য  পরিবেশন।

  • 4:23 PM (IST) - 15 Oct 2024


    মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে শুরু হল পুজোর কার্নিভাল

    রেড রোডে শুরু হল দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • (IST) -


  • (IST) -


    Published by:

    Ei Muhurte

    Share Link:

    More Releted News:

    হাওড়া ময়দান থেকে সেক্টর V মেট্রোর সূচীতে বদল, কখন ছাড়বে শেষ মেট্রো?

    ফর্ম পাননি অনেকে, কমিশনের কাছে ফর্ম বিলির সময়বৃদ্ধির আর্জি

    রবির সকালে ফের আগুন, জ্বলছে চাঁদনি চকের সিএসসি’র অফিস

    ২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! আরও নামবে তাপমাত্রা

    বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার অপরাধে ৮ BLO-কে শোকজ, অভিযোগ জানতে হেল্পলাইন চালু কমিশনের

    বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

    Advertisement
    এক ঝলকে
    Advertisement

    জেলা ভিত্তিক সংবাদ