এই মুহূর্তে




কেন্দ্রের সাহায্যের জন্য বসে থাকেন না, পুনর্নির্মাণের কাজ চলছে, উত্তরবঙ্গ সফরের আগে জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় ফেরার চারদিনের মাথায় ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে যাওয়ার আগে সেখানের পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিপর্যস্ত উত্তরবঙ্গকে সারিয়ে তোলার কাজ চলছে। অনেকের নথি হারিয়ে গিয়েছে, সেগুলো নতুন করে তৈরি করে দেওয়ার কাজ চলছ। নির্দেশ মতো বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে।

তিনি জানিয়েছেন দুধিয়া ব্রিজ সহ ভেঙে যাওয়া ব্রিজের কাজ তলছে, রাস্তাও তৈরি করা হচ্ছে। যাঁরা বিপদে পড়েছেন তাঁদের পাশে রয়েছে সরকার। অসহায় দুর্গতদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে। সেখানে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেছেন, উত্তরবঙ্গ বিপর্যয়ে প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে নেমেছেন অনেকেই। যাঁরা ওই সময় ভাল কাজ করেছেন, তাঁদের পুরস্কৃত করা হবে। পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে জানতে রিভিউ মিটিং করা হবে।

উত্তরবঙ্গ যাওয়ার আগে কেন্দ্রকে ফের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ বিপর্যয়ে কেন্দ্রীয় সাহায্যের প্রসঙ্গ উঠে আসায় তিনি বলেছেন, বাংলা সাহায্যের জন্য বসে থাকে না। বাংলার বাড়ি এবং ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। জলসাথী প্রকল্প সহ আরও একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না । এই সকল প্রকল্পের বেশিরভাগ টাকাই রাজ্য দিচ্ছে। তাই রাজ্য সমস্ত সমস্যার সমাধান করতে পারে।

৩১৭০০টি ক্যাম্প করে নষ্ট হওয়া নথি নতুন করে তৈরি কের দেওয়ার কাজ করার টার্গেট নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৮,৩১৩ কমপ্লিট হয়েছে। ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রাতে হাসিমারায় থাকবেন, সোমবার নাগরাকাটায় যাবেন। সেখানে কাজ ঘুরে দেখবেন। রাতে ফিরবেন উত্তরকন্যায়। মঙ্গলবার মিরিকে যাওয়ার কথা রয়েছে। মিরিকে থাকার জায়গা নেই, তাই দার্জিলিং যাবেন। ওখানে রিভিউ মিটিং করবেন। শুক্রবার কলকাতায় ফিরে আসবেন। ফিরে এসে কালীপুজোর উদ্বোধন করব।

জানা গিয়েছে, জলদাপাড়ায় রিভিউ বৈঠক করবেন তিনি। আলিপুরদুয়ারের জলদাপাড়া নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে এই বৈঠক হবে। এই রিভিউ বৈঠকে হাজির থাকার কথা রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের জেলা প্রশাসনিক আধিকারিকদের। এই রিভিউ বৈঠকে বন্যা, ভূমিধস সহ সাম্প্রদায়িক যে দুর্যোগ ঘটেছে, তা নিয়ে পর্যালোচনা করা হবে। সূত্রের খবর, এদিন কলকাতা থেকে হাসিমারা পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাস্তা দিয়েই জলদাপাড়া আসার কথা রয়েছে। জলদাপাড়াও বেশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। বিপন্ন হয়েছে বন্যপ্রাণও। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে দেখবেন তিনি। তারপরেই রিভিউ বৈঠকে বসবেন। সমস্ত কাজ খতিয়ে দেখবেন এই ৪দিন। রিভিউ মিটিংয়ের পাশাপাশি একাধিক জায়গা পরিদর্শনও করতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ