এই মুহূর্তে




মহিষাদলে রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে গুরুতর আহত ১১, দুজনের অবস্থা আশঙ্কাজনক




নিজস্ব প্রতিনিধি,মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত প্রায় এগারোজন।বিধায়কের সাফাই এত বড় অনুষ্ঠানে এই রকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে,সব পুলিশ যদি দিঘায় মুখ্যমন্ত্রীর(CM) ওখানে যায়,এখানে নিরাপত্তা থাকবে কি করে,পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।প্রায় ২৫০ বছরের প্রাচীন রথ মহিষাদলের রথ,পুরী মাহেশের পর এই রথের স্থান। দশকের পর দশক রথ উৎসব হলেও কখনও দূর্ঘটনা ঘটেনি, এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় এগারো জন আহত হয়েছেন।তাদের বাসুলিয়া গ্রামীন হাসপাতালে(Basulia Helath Center) ভর্তি করা হয় ।

দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে(Tamluk Hospital) স্থানান্তরিত করা হয়েছে। আহতদের একজনকে আবার সাপে কেটেছে। অনান্য বছর পুলিশ প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা থাকলেও এই বছর পুলিশ প্রশাসনের নিরাপত্তা তেমন ছিলনা, বেশির ভাগ স্কুল পড়ুয়া এনসিসি ছাত্র ছাত্রীদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।এই বিষয়ে বিধায়কের সাফাই এত বড় অনুষ্ঠান করতে গিয়ে ছোট খাটো দূর্ঘটনা ঘটতেই পারে।আর পুলিশ প্রশাসনের বেশিবভাগ দিঘায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তায় রয়েছে সেটাও মেনে নিয়েছেন বিধায়ক।এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

রথে নিরাপত্তা দিতে মেদিনীপুরের পুলিশ প্রশাসন ব্যর্থ এমনটাই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।তবে কেন এরকম অব্যবস্থা হল। প্রতিবছরই মহিষাদল – এর রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম ঘটে। কোন বার এরকম অব্যবস্থা হয়নি। সাধারণ মানুষজন রীতিমতো ক্ষুব্ধ এই ধরনের দুর্ঘটনা ঘটায়। এনসিসির কর্মীদের দিয়ে রথের নিরাপত্তা ব্যবস্থা কেন গড়ে তোলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার ৩২ কোটি টাকা, রয়েছে নকল নোটও

বিয়ের দিনই ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু বরের, আনন্দের পরিবেশে শোকের ছায়া

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা, ডুয়ার্সের চা বাগানে চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ