এই মুহূর্তে




দোলে মাছ-মাংস না খাওয়ার আর্জি জানিয়ে বিতর্কে নবদ্বীপের তৃণমূল পুরপ্রধান




নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: আসন্ন দোল যাত্রায় নবদ্বীপের আমজনতাকে মাছ মাংস না খাওয়ার আবেদন জানালেন নবদ্বীপের পুরসভার(Nabwadip Municipality) তৃণমূল পুর প্রধান বিমান কৃষ্ণ সাহা। দোল উৎসব উপলক্ষে সম্প্রতি নবদ্বীপ পুরসভার উদ্যোগে একটি বৈঠক ডাকা হয় ।সেই বৈঠক থেকে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি বৈষ্ণব মদের প্রধানদের পাশাপাশি যে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পুরো প্রধান বলেন দোলে মাছ মাংস অনুগ্রহ করে খাবেন না। আমি কোন ধর্মকে ছোট করছি না। আমরা হিন্দু ধর্মে বিভিন্ন উৎসবের নিরামিষ খেয়ে থাকি। দোল উৎসব চৈতন্যদেবের আবির্ভাব তিথি। ঐ তিথিতে চৈতন্যদেবের লক্ষ লক্ষ ভক্ত আছেন নবদ্বীপে।

তারা অধিকাংশই নিরামিষ ভোজী। তারা এসে যেন এটা না দেখে কেউ রাস্তার ধারে খাসি খাচ্ছেন কেউবা মুরগি খাচ্ছেন। এটা যেমন দৃশ্য দুষণ হয়ে দাঁড়াবে, তেমনি ভক্তদের পক্ষে সেই দৃশ্য শোভন করা অসহনীয় হয়ে উঠবে। তার জন্যই নবদ্বীপবাসীর কাছে পুরসভার পক্ষ থেকে আবেদন আগামী ১৩ ১৪ ও ১৫ মার্চ সকলে আমিষ(Non Veg) ত্যাগ করে নিরামিষ(Veg) খান। এর আগেও ২০১৭ ও ২০১৮ সালে নবদ্বীপ পুরসভার পক্ষ থেকে নিরামিষ খাওয়ার আবেদন জানানো হয়েছিল। জানিয়ে বিতর্ক হয়েছিল। পুরো প্রধানের মন্তব্য এটি কোন সরকারি আদেশ নামা নয়। অতিথিদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্যই মাছ বংশ খাওয়া থেকে বিরত থাকার জন্য আবেদন। নবদ্বীপ চৈতন্যদেবের জন্মস্থান মোট মন্দির পেতে ঘেরা শহর নবদ্বীপ। সারা বছর সেখানে ভক্তদের সমাগম থাকে। দোল পূর্ণিমায় সেই ভক্ত সমাগম উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়।

ট্রেনে বা লঞ্চে নেমে যে রাস্তা ধরে মঠের দিকে এগোতে হয় সেই রাস্তার দুপাশে প্রচুর মাছ – মাংসের দোকান ও হোটেল রয়েছে। তাই অনেক পর্যটক সেই সব হোটেলে খাওয়া দাওয়া করেন। পুরপ্রধানের মন্তব্যের পর সেই সব হোটেলের কর্ণধাররা মনে করছে তাদের অনেকটাই ক্ষতি হবে। নবদ্বীপ স্টেশনের পাশে অন্নপূর্ণা হোটেলের মালিক রাজীব দত্তর মন্তব্য, পর্যটকদের জন্যই এই হোটেল গুলি চলে। অধিকাংশ হোটেল আমিষ খাবারের। পুর প্রধানের নির্দেশ মেনে তাদের আমিষ খাবার পরিবেশন বন্ধ রাখতে হবে। জোর করে তো কাউকে কিছু খাওয়ানো হয় না। কিন্তু যারা খেতে চান তাদেরকে কেন আটকানো হচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলেন হোটেল ব্যবসায়ীরা । চৈতন্য মহাপ্রভু উদারতার বার্তা প্রচারক।

কিন্তু তার জন্ম দিবসকে সামনে রেখে খাদ্যাভাস নিয়ন্ত্রণের প্রচেষ্টার এই প্রচলনকে অনেকেই সমালোচনা করছেন। উত্তর ভারতের মতো এই রাজ্যের উৎসবে এভাবে বিধি-নিষেধ আরোপ করা কি উচিত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এর আগে আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা দেশের সমস্ত আমিষ পদ নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করে বিতর্ক এ জড়িয়ে পড়েছিলেন। সেই মন্তব্যের পর তৃণমূল সুপ্রিমো যে ক্ষুব্ধ এই বিষয়টি জানতে পেরে আসানসোলের সাংসদ পড়ে দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু এবার খাদ্য আহারে বিধি নিষেধ আরোপ করে বিতর্কে জড়ালেন নবদ্বীপের পুর প্রধান বিমান কৃষ্ণ সাহা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবারই মহা বিপর্যয় ঘনিয়ে আসছে রাজ্যের একাধিক জেলায়, জারি কমলা সর্তকতা

জড়িবুটি দিয়ে চিকিৎসার নামে অসুস্থ গৃহবধূর শ্লীলতাহানি, গ্রেফতার সাধু বাবা

‘অব কি বার ২০০ পার নয়’, বিজেপি কর্মীদের ১৮০ আসনের লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

গলায় ব্লেড চালিয়ে পাঁচ মাসের মেয়েকে খুন, ‘কন্যাঘাতক’ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল

হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর