এই মুহূর্তে




নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আততায়ী একাধিক থাকার সন্দেহ পুলিশের




নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি: নিউটাউন নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ই- রিক্সা চালক। নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা এবং নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম সৌমিত্র রায় ওরফে রাজ। বয়স ২৬। নদিয়ার রানাঘাটের বাসিন্দা। নিউটাউনের বিধান নগর কর্পোরেশনের আদর্শপল্লী এলাকায় ভাড়া থাকে।পুলিশ সূত্রের খবর, নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচের সিসিটিভি ফুটেজে ধরা পরে নাবালিকাকে ই – রিক্সা করে নিয়ে যাওয়ার ছবি।এরপর শনিবার গভীর রাতে নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায় নামে ওই ই – রিক্সা চালককে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১১:৪৯ নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা যায় জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা ই – রিক্সাতে ওঠে গৌরাঙ্গ নগর বাড়ি যাবে বলে। এরপর রিক্সার পিছনের সিটে বসে যায় নাবালিকা। অন্য যাত্রীরা উঠলে নাবালিকাকে ই – রিক্সা চালক সামনের সিটে বসিয়ে নেয়। টোটো চালক নিউটাউনে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর নিউটাউন -এর বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর লোহা ব্রিজের কাছে ফেঙসিং ঘেরা পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় নাবালিকাকে। এরপরই নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ ধৃত ই – রিক্সা চালকের বিরুদ্ধে। ধৃতকে রবিবার আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিকে ঘটনাস্থল থেকে যে সকল প্রমাণপত্র পাওয়া গেছে তা খতিয়ে দেখে পুলিশের সন্দেহ এই ই – রিক্সা চালকের সঙ্গে আরও একাধিক জন যুক্ত থাকতে পারে।

তবে পুলিশ তদন্তে নেমে জানতে পারছে ক্রমশ বাগজোলা খাল সংলগ্ন জগৎপুর সহ আদর্শ পল্লী ,নিউ আদর্শ পল্লী, স্বামীজিনগর, সন্তোষ পল্লী, গৌরাঙ্গনগর এবং সুলাংগুড়ি এলাকায় অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। স্থানীয় মানুষের অভিযোগ ঘিঞ্জি এলাকা, প্রতিটি বাড়িতে একাধিক ভাড়াটিয়া। স্থানীয় পুর জনপ্রতিনিধিদের নজরদারি না থাকার দরুন ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি নেই পুলিশের নজরদারি। ফলে যত্রতত্র বাংলাদেশী থেকে শুরু করে ভিন রাজ্যের অপরাধীরা আশ্রয় নিচ্ছে এইসব এলাকায়। অধিকাংশ রাস্তাঘাটে নেই আলো। পুর প্রতিনিধিদের বারবার আবেদন জানালেও তারা কোন কর্ণপাত করেন না। বাগজোলা খাল অন্ধকার রাস্তা এবং কমবয়সী যুবকদের নেশা করার উপকরণ সহজে হাতে পৌঁছে যাওয়ায় ঘটছে নানা ধরনের অপরাধের ঘটনা। একদিকে বাগুইআটি থানা অপরদিকে আদর্শ পল্লী পুলিশ ফাঁড়ি এবং নিউটাউন থানার(Newtown P.S.) পুলিশ ফোর্স থাকলেও এইসব এলাকার অলিগলিতে সাদা পোশাকে নজরদারি নেই বললেই চলে। সেই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আদর্শ পল্লী সহ বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে বিধাননগর কর্পোরেশনের(Bidhannagar Corporation) ২০ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি অপরাধ মূলক কার্যকলাপ ঘটছে।

এর আগে ২০ নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকা থেকে এক বড় অপরাধীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পঞ্জাব পুলিশ(Punjab Police)। নিয়োগ কেলেঙ্কারিতে তদন্তে নেমে কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছিল জগৎপুর মোড় সংলগ্ন একটি বাড়িতে। মাঝেমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ বড় ধরনের কোথাও অপরাধ ঘটলে হানাদায় বিধাননগর কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে। যত সময় এগোচ্ছে নানা ধরনের অপরাধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে বাগুইআটির ২০ নম্বর ওয়ার্ড। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ফের ওইসব এলাকায় অপরাধীদের বসবাসের যে মুক্তাঞ্চল সেটাই প্রমাণ করে দিল। এখন দেখার বিষয় বাগজোলা খালের পাশে এইসব এলাকায় বেকার যুবক-যুবতীদের নেশার দ্রব্য বিক্রির চক্র পুলিশ রুখতে পারে কিনা। এর পাশাপাশি ওইসব এলাকায় বেআইনিভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে অধিক দামে বিক্রি চক্র সক্রিয় রয়েছে। এলাকার মানুষজন স্থানীয় কাউন্সিলরদের ভূমিকা ও পুলিশের নজরদারি নিয়ে সরব। স্থানীয় ক্লাব সংগঠনগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এই ধরনের অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবারই মহা বিপর্যয় ঘনিয়ে আসছে রাজ্যের একাধিক জেলায়, জারি কমলা সর্তকতা

জড়িবুটি দিয়ে চিকিৎসার নামে অসুস্থ গৃহবধূর শ্লীলতাহানি, গ্রেফতার সাধু বাবা

‘অব কি বার ২০০ পার নয়’, বিজেপি কর্মীদের ১৮০ আসনের লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

গলায় ব্লেড চালিয়ে পাঁচ মাসের মেয়েকে খুন, ‘কন্যাঘাতক’ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল

হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর