-273ºc,
Friday, 2nd June, 2023 9:12 pm
নিজস্ব প্রতিনিধি: বোমা বাঁধার সময় বিস্ফোরণে (Blast) মৃত্যু (Death) হল এক ব্যক্তির। জখম (Injured) হয়েছেন আরও দু জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নওদা থানা এলাকার মধুপুর মাঠপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণে (Bomb Blast) নিহত ব্যক্তির নাম মেজবুল শেখ। বৃহস্পতিবার রাতে মধুপুরে এক ব্যক্তির বাড়ির কাছের বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় আচমকা বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। সেই বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয় মেজবুলের। এই ঘটনায় আরও দুজন গুরুতর জখম হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় এক ব্যক্তি জানান, বিস্ফোরণের ফলে তিন জন আহত হন। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন এক জনের মৃত্যু হয়। বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।