এই মুহূর্তে




নৈহাটির ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিক, খুঁজে বের করলেন অর্জুন সিংহ

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! নৈহাটির ভোটার তালিকায় করাচির নাগরিক। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই SIR নিয়ে বাড়ছে দাবদাহ সেই আবহেই এবার পাকিস্তানের করাচির বাসিন্দার চাঞ্চল্যকর কীর্তি ফাঁস করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। শত্রু দেশের নাগরিকের নাম নৈহাটির ভোটার তালিকায় কীভাবে এল, তা নিয়েই তুললেন প্রশ্ন। সূত্রের খবর, নৈহাটি বিধানসভার অন্তর্গত এ টি ঘোষ লেনের বাসিন্দা সালেয়া খাতুন। বর্তমানে তিনি নৈহাটিতে থাকলেও জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক। যদিও তাতে কোনও সমস্যা থাকার কথা নয়। কিন্তু ভোটার তালিকায় তাঁর নাম নিয়েই আপত্তি বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের।

তাঁর অভিযোগ, পাক নাগরিক হয়েও বাংলায় ভোটার তালিকায় কেন নাম থাকবে সালেয়া র? করাচি থেকে তিনি নৈহাটিতে এসেছেন। তাঁর মেয়েরও পাকিস্তানের পাসপোর্ট রয়েছে। কিন্তু বাংলায় এলেই যে কেউ ভারতীয় হয়ে যেতে পারে না। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র দফতরের কাছে তিনি সালেয়ার পাকিস্তানি নাগরিক হওয়ার নথি মেইল করেছেন। এবং তাঁকে গ্রেফতারের দাবি তুলে তড়িঘড়ি পুশব্যাক করার কথা জানিয়েছেন। শুধু সালেয়া নয়, সাম্প্রতিককালে ভুয়ো পাসপোর্ট-কাণ্ডে নাম জড়িয়েছে আজাদ মল্লিক নামে এক ব্যক্তির। যিনি পাকিস্তানে নাগরিক হয়েও একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন বলে অভিযোগ।

এমনকী তাঁকে আটক করা হলেও ইডির কাছে তিনি সবটা স্বীকার করে ছেন। তবে নৈহাটির ‘ভোটার’ সালেয়ার পাকিস্তান যোগের কথা অস্বীকার করেননি নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে। তিনি কেন্দ্রকেই দেখতে বলেছেন বিষয়টি। তিনি জানতেন যে সালেয়া পাকিস্তানের বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে কর্মসূত্রে দুবাইয়ে থাকতেন। ২৮ বছর আগে তাঁর সঙ্গে বিয়ে হওয়ার কারণেই তিনি রাজ্যে আসে। যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ প্রসঙ্গে সালেয়া জানিয়েছেন, ১৯৯১ সালে উনি করাচি থেকে এখানে এসেছেন। ভোটার তালিকায় নাম উঠেছিল ২০০৮ সালের আগে। সেই থেকেই ভোট দিচ্ছেন। কূটনৈতিক টানাপোড়েনের কারণে সালেয়ার ভিসা রিনিউ হয়নি। ফলত অবৈধ ভাবেই তিনি বাংলায় থাকছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ