এই মুহূর্তে




পলাশিপাড়ায় ৬ কোটির হেরোইন উদ্ধার,ধৃত ২




নিজস্ব প্রতিনিধি,পলাশিপাড়া: আবার খবরের শিরোনামে নদিয়া । নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ পেল সাফল্য । বুদ্ধিসত্তার পরিচয় দিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করল । পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ছয় কোটি টাকা। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই যুবক। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, নদিয়ার তেহট্টের পলাশিপাড়া থানা(Palashipara P.S.) এলাকায়। উল্লেখযোগ্য বিষয় হলো কিছু দিন আগে এই একই এলাকা থেকে তিন কোটি টাকার হেরোইন উদ্ধার করেছিল পুলিশ। ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তদন্তকারীদের কাছে মাদক পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর এসে পৌঁছায় ।

খবর আসা মাত্রই কাল বিলম্ব না করে পলাশিপাড়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় গোপনে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে শুক্রবার গভীর রাতে পোতারপাড়া বাসস্ট্যান্ড(Potarpara Bus Stand) এলাকায় দুই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ । তদন্তকারীরা দুই যুবককে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয় । এরপর দুই যুবককে ঘিরে ফেলে পুলিশ তাদের জিজ্ঞাসবাস শুরু করে। এত রাতে সেখানে কেন দাঁড়িয়ে রয়েছে তারা? পুলিশ তাদের আরও জিজ্ঞাসা করে তাদের সাথে আর কেউ আছে কিনা ? পুলিশের প্রশ্নের উত্তরে দুই যুবক নার্ভাস হয়ে পড়ে । পাশাপাশি দুই যুবকের কথায় একাধিক অসঙ্গতি দেখা যায়। তখন পুলিশের আরও সন্দেহ হয় । এরপর পুলিশ দেখতে পায় তাদের কাছে রয়েছে দুটি প্লাস্টিকের ব্যাগ ।তাদের সঙ্গে দুটি প্লাস্টিকের ব্যাগ দেখে পুলিশের আরও সন্দেহ হয় । এরপর প্লাস্টিকের ব্যাগগুলিতে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চরক গাছ ।

কারণ ব্যাগ থেকেই বেরিয়ে পড়ে হেরোইন। একটু সময় নষ্ট না করে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় দু’জনকে।ধৃতদের নাম সিরাজুল শেখ(Sirajul Sk.) ও আব্দুল্লাহ শেখ(Abudullaha Sk.), বাড়ি বড় নলদহ এলাকায়। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ওই হেরোইনের পরিমাণ ৭ কেজি ৫০৯ গ্রাম। হেরোইনের বাজারদর আনুমানিক ৬ কোটি টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদক বড় মাপের পাচারকারীদের কাছে পাচার করার পরিকল্পনা ছিল। সেজন্যই তারা বাসস্ট্যান্ডে গভীর রাতে অপেক্ষা করছিল । উল্লেখযোগ্য এই থানা এলাকাতেই কিছুদিন আগে ৩ কোটি টাকার হেরোইন-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । তখন তাকে জেরা করে সিরাজুল শেখের নাম উঠে এসেছিল। সেই পাচারের সঙ্গেও সিরাজুল জড়িয়ে ছিল বলে পুলিশের অনুমান।ধৃতদের আজ, শনিবার আদালতে পেশ করা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। পুলিশ জানার চেষ্টা করবে এই পাচারচক্রের সঙ্গে কারা, কারা জড়িত। এই মাল কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল । এদের মাথায় উপর কারা রয়েছে । এদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার পর যাদের নাম উঠে আসবে পুলিশ তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

হোয়াটসঅ্যাপে নাবালিকা ছাত্রীকে অশ্লীল বার্তা, গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৬’টি পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করলেন মালদার গৃহবধূ

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

মানিকচকে তিন দিন নিখোঁজ থাকার পর আমবাগান থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ