এই মুহূর্তে




পাথর প্রতিমাতে বৃষ্টির মধ্যে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৩, আহত ১




নিজস্ব প্রতিনিধি,পাথরপ্রতিমা: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। গুরুতর জখম একজন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার(Patharpratima P.S.) অন্তর্গত অর্জুন মোর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ও মৃত ব্যক্তিদের প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাঘবপুর এলাকায়।মৃত যুবকের নাম সুব্রত মন্ডল (২৪), দীপঙ্কর মন্ডল (১৯), মোস্তাকি (৩২), আহত যুবকের নাম সঞ্জয় মন্ডল (১৯) । আহত যুবকের ভাই জানাই প্রভাব অনটনের জ্বালায় বসিরহাট(Bashirhat) থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় এপিএল বসাতে এসেছিল কন্টাকটারের আন্ডারে।

ঢোলাহাট থানার যশোদা মোড়ে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। চারজন মিলে একটি মোটরসাইকেল নিয়ে রথ দেখতে যায় রামগঙ্গায়, রথ দেখার পর রাত্রে ফিরছিল তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ইতিমধ্যে গুরুতর আহত সঞ্জয় মন্ডলকে অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করা হয়েছে বাদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, পাথর প্রতিমা থানার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় স্থানীয়রা শনিবার সকালে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখে মোটরসাইকেলটি(Motorcycle) রাস্তার উপরে পড়ে রয়েছে ভগ্ন অবস্থায়, রাস্তার ধারে ড্রেনে পরপর চারজন পড়ে রয়েছে।

তাদেরকে টেনে উপরে তোলার পর দেখা যায় তিনজন মৃত, একজন বেঁচে আছে। খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে একজনকে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ,মৃত তিনজনকে পাথরপ্রতিমা হসপিটালে নিয়ে যায়।আহত যুবককে গদামথুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। এখানে আহত ওই যুবকের অবস্থার অবনতি হওয়ার কারণে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পাথরপ্রতিমা থানার পুলিশ কি কারনে দুর্ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা করছে। পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পাথরপ্রতিমা থানার পুলিশ। জানা গেছে কারোর মাথায় হেলমেট ছিল না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

হোয়াটসঅ্যাপে নাবালিকা ছাত্রীকে অশ্লীল বার্তা, গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৬’টি পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করলেন মালদার গৃহবধূ

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

মানিকচকে তিন দিন নিখোঁজ থাকার পর আমবাগান থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ