-273ºc,
Tuesday, 30th May, 2023 1:11 pm
নিজস্ব প্রতিনিধি: কাজে আরও স্বচ্ছতা আনতে ই- পরিষেবা চালু করল উন্নয়ন পর্ষদ। সম্প্রতি ই- সার্ভিস চালু করেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ (SJDA)। পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা বজায় রাখতে ও সাধারণ মানুষদের সুবিধায় চালু হল ই-পেমেন্ট ব্যবস্থা। এবার থেকে ভার্চুয়াল ভাবে শিলিগুড়ি- জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দফতরে না গিয়েও সম্পূর্ণ ই- পেমেন্টের মাধ্যমে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা পেমেন্ট করতে পারবেন। অনলাইন পদ্ধতিতে পরিষেবা পাওয়া যাবে শুল্ক সহ বিভিন্ন বিষয়ে।
উন্নয়ন কর্তৃপক্ষের দফতরে এই ই-পেমেন্ট পদ্ধতি চালু করার ঘোষণা করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এদিন সভাকক্ষেই ই- পেমেন্টের পদ্ধতির সূচনা করেন তিনি ও ভাইস চেয়ারম্যান দিলীপ দুগর। উপস্থিত ছিলেন সদস্য রঞ্জনশীল শর্মা, গৌতম গোস্বামী, কাজল ঘোষ প্রমুখ।