এই মুহূর্তে




ট্রেন দেখেই লেভেল ক্রসিংয়ে পিক অ্যাপ ভ্যান ফেলে চম্পট চালকের, তার পর…




নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনে চরম দুর্ভোগে পড়তে হল শিয়ালদহ-ক্যানিং শাখার বাড়িমুখো  নিত্যযাত্রীদের। ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিপাকে পড়েন বাড়ি ফেরত যাত্রীরা। জানা যায় ট্রেন আসছে দেখে শিয়ালদহ ক্যানিং শাখায় ডাউন লাইনে রেল লাইনের উপর মালবাহী ছোট হাতি গাড়ি রেখে পালিয়ে যান চালক। সোমবার সন্ধ্যে সাতটা বেজে কুড়ি মিনিট নাগাদ ক্যানিং লোকাল(Canning Local) সোনারপুর স্টেশন থেকে যখন ক্যানিং এর দিকে যাচ্ছিল সেই সময় সোনারপুরের গণশক্তি মোড়ে(Sonarpur Ganasakti More Level Crossing) একটি লেভেল ক্রসিং- এ রেললাইনে ম্যাটেরোর ভ্যান তথা ‘ছোট হাতি’ গাড়িকে ধাক্কা মারে। ট্রেন আসছে লেভেল ক্রসিং খোলা আর চরম বিপদ বুঝতে কেরে? ট্রেন লাইনের মাঝে ছোট মেটাডোর ভ্যান রেখে পালিয়ে যান চালক। ট্রেনটি ধীরে ধীরে গতি থামাতে গিয়েও শেষে গিয়ে ধাক্কা লাগে। এমত পরিস্থিতিতে ট্রেন চলাচল ডাউন লাইনে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনারপুর জিআরপি(GRP) ও আরপিএফ(RPF) এর অফিসাররা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের দুর্ঘটনা এদিন ঘটতে পারতো ।কিন্তু চালকের সতর্কতায় তা এড়ানো গেছে। কিন্তু সপ্তাহের প্রথম দিন ব্যস্ততম সময় লেভেল ক্রসিং এ গেট বন্ধ হল না অথচ ট্রেন চলে এলো এবং ট্রেন লাইনে একটি ছোট হাতি গাড়ি দাঁড়িয়ে রইল। এত কিছু কি করে ঘটলো তা জানতে ঘটনাস্থলে ছুটে গেছেন রেলের আধিকারিকরা। সব দিক খতিয়ে দেখার পর ওই গাড়িটিকে সরানো হলে তবে আবার ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হবে বলে শিয়ালদহ দক্ষিণ রেল সূত্রে জানা গেছে। বর্তমানে সব কটা লেভেল ক্রসিং এ অটো সিস্টেম। এছাড়া লেভেল ক্রসিংগুলিতে আরপিএফ কর্মীরা থাকেন ট্রেন চলাচলের সময়।

সেখানে সোমবার সন্ধ্যার পর সোনারপুরের মতো ব্যস্ত এলাকায় এই ধরনের লেভেল কোচিং এ ঘটনা ঘটলো কি করে তা নিয়ে রীতিমতো আশ্চর্য রেল দফতর। ট্রেন আসার অনেক আগেই লেভেল ক্রসিং গুড্ডুতে স্বয়ংক্রিয় গেট বন্ধ করে দেওয়া হয় যান ও সাধারণ মানুষের চলাচলের জন্য। অথচ সোনারপুর সংলগ্ন গণশক্তি মোড়ে লেবেল ক্রসিং- এ এমন ঘটনা ঘটলো কি করে তা জানতেই রেল দফতর তদন্ত করছে। খোঁজা হচ্ছে ওই ম্যাটাডোর ভ্যান তথা ছোট হাতি গাড়ি চালককে। আর এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন নিত্য যাত্রীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

ব্যারাকপুর থেকে ছাংগু বাবার দুই সাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

আন্দুলে মৃতদেহ দাহ করার পর টাকার বিনিময়ে সার্টিফিকেট মিলছে মুদির দোকানে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ