এই মুহূর্তে




রাজার পুজো দেখে সাধ হয় দেওয়ানের, ভদ্রেশ্বরে বুড়িমার আরাধনায় রন্ধ্রে রন্দ্রে মিশে ইতিহাস

নিজস্ব প্রতিনিধি: জনমানসে বিশ্বাস বঙ্গদেশে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তার রাজবাড়িতেই প্রথমে পুজো শুরু হয়েছিল। তারপরে চন্দননগরে শুরু হয় জগদ্ধাত্রী আরাধনা। এবারও হেমন্তিকার আরাধনা উপলক্ষে সেজে উঠছে চন্দননগর। এখানকার বড়মা  নজরকাড়া। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন তাঁর দর্শনে। এছাড়াও রয়েছেন বুড়িমা। বুড়িমাকে দর্শন করত্তে ভিড় জামান বহু মানুষ। এ পুজো ঘিরেও রয়েছে অতীতের কিছু কাহিনী।

ভদ্রেশ্বরের তেঁতুলতলায় ২৩০ বছরের বেশি সময় ধরে এখানে পূজিত হন বুড়িমা। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সূত্র ধরেই নাকি এই পুজোর সূচনা হয়েছিল। চাউলপট্টি বাজারে ৩০০ বছর আগে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন কৃষ্ণনগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। কৃষ্ণনগরের রাজবাড়ীতে জগদ্ধাত্রী পুজো দেখে চন্দননগরে মায়ের পুজোর জন্য উদগীব হয়ে উঠেছিলেন তিনি। তিনি চন্দননগরে ফিরে ভদ্রেশ্বরের চাউলপট্টিতে শুরু করেন জগদ্ধাত্রী পুজো। কয়েক বছর পর ভদ্রেশ্বরে তেঁতুলতলায় শুরু হয়েছিল বুড়িমার পুজো। কথিত আছে , রাজা কৃষ্ণচন্দ্রের অন্য দেওয়ান দাতারাম সুর এই পুজো শুরু করেন।

এছাড়াও এই পুজো নিয়ে চালু রয়েছে আরও একটি কাহিনী। একবার রাজা কৃষ্ণচন্দ্র নবাব মুর্শিদকুলি খার হাতে বন্দি হন। সেই সময় দেওয়ান দাতারাম রাজার প্রতিষ্ঠিত দেবী মূর্তিকে নদীপথে তেঁতুলতলায় নিয়ে পালিয়ে চলে আসেন। পরে সেই মূর্তির নতুন করে প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। তারপর থেকেই নাকি ধারাবাহিকভাবে হয়ে চলেছে বুড়িমার পুজো। এই পুজোর ক্ষেত্রে কোনও চাঁদা তোলা হয় না। সাধারণ মানুষ যা দান করেন তাই দিয়েই হয় পুজো। পুজোর দিনে হাজার হাজার মানুষ আসেন নিজেদের মনোবাসনা নিয়ে। তারপর দণ্ডী কেটে পুজো দেন। নবমীর দিন করা হয় ভোগের আয়োজন। এই ভোগের জন্য দূর দুরান্ত থেকে আসেন ভক্তকূল।

প্রথমদিকে এখানে জগদ্ধাত্রী পুজোয় বলি হত। কিন্তু এখন বলি বন্ধ। বুড়িমার রয়েছে স্থায়ী মন্দির। সারা বছর দেবীর কাঠামো ও পট রেখে পুজো হয়। এবারও বুড়িমার পুজোর প্রস্তুতি তুঙ্গে। দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দির। চারদিকে ছেয়ে গিয়েছে আলোক মালায়। প্রতিবছরের মতো এবারও এখানে প্রচুর জনসমাগম হবে বলে মনে করছে উদ্যোক্তারা। ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল

কালনার রাস্তায় বালুরঘাটের এনুমারেশন ফর্ম! উদ্ধারের পর রাজনৈতিক তরজা

SIR জুজু, আতঙ্কে অসুস্থ হয়ে শয্যাশায়ী প্রৌঢ়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ