এই মুহূর্তে




পারিবারিক অশান্তির জেরে ভাইয়ের বউকে কুপিয়ে খুন করল ভাসুর




নিজস্ব প্রতিনিধি, সুতি: মুর্শিদাবাদের সুতির সাদিকপুর এলাকায় রক্তাক্ত পারিবারিক ঘটনার সাক্ষী থাকল এলাকা। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে পিংকি দাস(Pinki Das) বয়স ৩৬ বছরের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তাঁর ভাসুর নিবীর দাস (Nibir Das)বয়স ৪৮ বছর।ঘটনাটি ঘটেছে পিংকি দাসের নিজের বাড়িতে। ঘটনার পর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে(Jangipur Hospital) নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় বলে জানা যায়।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোমবার তাকে জঙ্গিপুর আদালতে (Jangipur Court)পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে আদালতে।স্থানীয়দের মতে, পরিবারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। তবে তা এতটা মারাত্মক রূপ নেবে, তা কেউ ভাবতে পারেনি। যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা তদন্ত করে দেখছে সুতি থানার (Suti P.S.)পুলিশ। কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাড়া-প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেটি আটক করেছে পুলিশ।পারিবারিক অশান্তি কেন হত? জমি সংক্রান্ত নাকি টাকা-পয়সা সংক্রান্ত এইসব বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

শুধু তাই নয়, এর আগে যখন অশান্তি হতো তখন ওই পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল কিনা তাও যাচাই করে দেখছে পুলিশ। কি এমন ঘটনা ঘটলো যে ভাসুর ভাইয়ের বউকে ধারালো অস্ত্র দিয়ে কপালো এবং কেন? এই ঘটনার পেছনে মূল কারণ কি? ঘটনার সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে বচসা ,গোলমাল এবং তার থেকে এমন কি হল যে রক্তারক্তি কাণ্ড ঘটল এবং জীবনহানির মতো ঘটনা ঘটলো তার উৎস খুঁজছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ