23ºc, Haze
Thursday, 23rd March, 2023 5:00 am
নিজস্ব প্রতিনিধি: তাস খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে গন্ডগোল। সেই গন্ডগোল ক্রমে বেড়ে পৌঁছায় হাতাহাতিতে। আর তারপরেই এই অশান্তির জেরে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হল এক যুবককে। শনিবার সন্ধ্যাবেলায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুর থানার রসিকদাঙ্গা এলাকায়। মৃত ওই যুবকের নাম পালন বাউরি বলে জানা গিয়েছে। বছর পঁয়ত্রিশের ওই যুবককে তাঁরই বন্ধুরা লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে দুর্গাপুরের ওই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে তাস খেলতে বসেছিলেন পালন। খেলতে খেলতে হঠাৎই নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সেই কথা কাটাকাটি কিছুক্ষণের মধ্যেই হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এরপরেই পালনের বন্ধুরা প্রচন্ড উত্তেজিত হয়ে তাঁকে বেধড়ক মারতে শুরু করে। গণপিটুনির জেরে গুরুতর আহত হন বছর পঁয়ত্রিশের ওই যুবক। তাকে কোনওক্রমে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পালনকে মৃত বলে ঘোষণা করেন।
এই খুনের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো ভয়ে কাঁপছে এলাকাবাসীরা। ইতিমধ্যেই ওই এলাকায় যাতে আর কোনও অশান্তির ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। পাশাপাশি ঠিক কি কারণে এতটা উত্তেজনা ছড়াল এবং খুনের ঘটনা পর্যন্ত ঘটে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই শুরু করা হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।