এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শক্তিগড়ের দক্ষ পুলিশ অফিসারের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: বুধবার শক্তিগড় এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কর্তব্যরত পুলিশ কর্মীর। লরির ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। ঘটনাস্থল ২নম্বর জাতীয় সড়কে শক্তিগড় এলাকায়। লরির ধাক্কায় মৃত্যু হয় পুলিশের এক এএসআইয়ের। এই দুর্ঘটনার পেছনে অন্তরঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত পুলিশ কর্মীর নাম বিলাস সাধুখাঁ (৪৭)। হুগলির জেলার বলাগড়ের বাসিন্দা বিলাস। তিনি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে তদন্তের কাজে শক্তিগড় এলাকায় গিয়েছিলেন মোটরসাইকেল নিয়ে। সেখান থেকেই ফেরার পথে রাত সাড়ে দশটা নাগাদ জাতীয় সড়কের একটি ক্রসিংয়ের কাছে কাটআউটে একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টাবেজে ২০ অবধি একটি কেসের বিষয়ে মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্তের সঙ্গে আলোচনার পরে বাইক নিয়ে থানা থেকে বেড়িয়ে যান বিশাল বিশ্বাস। তার কিছুক্ষনের মধ্যেই শক্তিগড় থানা থেকে ফোন করে জানানো হয় দুর্ঘটনার খবর। ওসি উত্তাল সামন্ত বলেন, ‘আমার নিজের কাছে অপরাধী লাগছে। আমার সঙ্গে কেসের বিষয়ে আলোচনা করে বাইক নিয়ে বেড়িয়ে গেল মানুষটা। আর তার কিছুক্ষনের মধ্যেই দুর্ঘটনার খবর পেয়ে আমি নিজেই হতবাক হয়ে গিয়েছি। ওনার পরিবারের লোকেদের কি বলে স্বান্তনা জানাবো বুঝতে পারছিনা।’

বুধবার সকালে হাসপাতাল থেকে দেহ নিয়ে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরাই। সেখান থেকে মাধবডিহি থানায় নিয়ে আসা হয় বিলাসের দেহ। ওসি সহ অনান্য পুলিশ কর্মীরা ফুল দিয়ে এবং চোখের জলে শেষ শ্রদ্ধা জানান তাঁকে। দুটি মেয়ে ও স্ত্রী রয়েছে বাড়িতে। তাদেরও পুলিশের পক্ষ থেকে প্রথমে টেলিফোনে অসুস্থতার খবর দিয়ে নিয়ে আসা হয়। পরে ঘটনার কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। জেলার পুলিশ সুপার কামনাশীস সেন বলেন, ‘খুবই দুঃখজনক ও মর্মান্তিক বিষয়। আমাদের পক্ষ থেকে যেভাবে সহযোগিতায় করা যায় তার সমস্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’ এই দুর্ঘটনার পেছনে অন্তরঘাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক লরির সন্ধানে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডায়মন্ডহারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর