এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘জল নেই, ভোট নেই’, বয়কটের ডাক ঘাটালের গ্রামে

নিজস্ব প্রতিনিধি: পাড়ায় একটি মাত্র টিউবওয়েল(Tube Well)। তাও খারাপ হয়ে পড়ে আছে কয়েক মাস ধরে। এলাকায় সজল ধারা(Sajal Dhara) প্রকল্পের কল বসেছে। কিন্তু তাতে মেলে না পানীয় জল। কেননা পরিষেবাই শুরু হয়নি। পানীয় জলের তাই আকাল দেখা দিয়েছে এলাকায়। বার বার প্রশাসনকে বলেও সেই সমস্যার কোনও সুরাহা হয়নি। তাই পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে সমস্যার সমাধান করা না হলে তাঁরা ভোট বয়কট করবেন, এবার এমনই দাবি তুললেন গ্রামের বাসিন্দারা। কার্যত পঞ্চায়েত ভোটের আগেই পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিলেন আমজনতা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার ঘাটাল(Ghatal) ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের(Sultanpur GP) রামচন্দ্রপুর(Ramchandrapur) গ্রাম। ঘটনার জেরে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গিয়েছে ব্লক প্রশাসন ও বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।  

আরও পড়ুন মমতার বাংলায় পঞ্চায়েতে আসন বাড়ল মহিলাদের

জানা গিয়েছে, জলের সমস্যা মূলত রামচন্দ্রপুর গ্রামের বেরা পাড়ায়। সেখানে ৬০টির মতো পরিবারের বসবাস। অথচ সেখানে থাকা একমাত্র টিবওয়েল খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। এলাকায় সজলধারা প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের পাইপলাইন ও কল বসে গেলেও এখনও সেই পরিষেবা চালু না হওয়ায় সেখান থেকেও পানীয় জল মেলে না। এলাকাবাসীদের দাবি, প্রায় এক বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন তাঁরা৷ অন্যের বাড়ি থেকে জল বা কৃষিকাজে ব্যবহৃত মাঠের পাম্প থেকে জল এনে পানীয় হিসাবে ব্যবহার করতে হচ্ছে। একবছর আগে গ্রামে সজলধারা প্রকল্পের কাজ হয়ে গিয়েছে। কিন্তু সেই প্রকল্পের সঙ্গে বিদ্যুৎ সংযোগ হয়নি এখনও। তাই মিলছে না সেখান থেকেও কোনও পরিষেবা। অভিযোগ, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান এমনকি ব্লক প্রশাসনকে জানিয়েও পানীয় জলের সুরাহা হয়নি। আর এতেই তীব্র ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন। দ্রুত পানীয় জলের সমস্যা না মিটলে তাঁরা পঞ্চায়েত ভোট বয়কট করবেন বলেই জানিয়েছেন।

আরও পড়ুন আধার বিনা মিলবে না আবাস যোজনার টাকা

এলাকার মানুষদের সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছেন সুলতানপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ৷ উপপ্রধান বিশ্বজিৎ বারিক এই বিষয়ে জানিয়েছেন, ‘আমরা খবর পেয়েছি রামচন্দ্রপুর গ্রামে একটি টিউবওয়েল বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে আছে৷ তাঁদের অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে৷ এটা খুবই দুর্ভাগ্যজনক৷ আমি নিজে গিয়ে এলাকাবাসীকে কথা দিয়ে এসেছি, পাঁচ থেকে সাতদিনের মধ্যে গ্রামের পানীয় জলের সমস্যা দূর হবে৷’ যদিও গ্রামবাসীরা এই আশ্বাসে ভুলছেন না। তাঁদের দাবি, এই ধরনের ভুয়ো আশ্বাসের কথা তাঁরা বহুবার শুনেছেন। কিন্তু পানীয় জল মেলেনি। তাই তাঁরা ভোট বয়কটের পথেই হাঁটবেন যদি সমস্যার সমাধান না হয়। গ্রামে তাই পোস্টার পড়েছে, ‘জল নেই ভোট নেই’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর