এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শিলিগুড়িতে শুরু ৩ দিনের G-20 Tourism Summit

নিজস্ব প্রতিনিধি: দেশের বিভিন্ন প্রান্তে G-20 সম্মেলন হয়েছে। ৮ জানুয়ারি বাংলার(Bengal) রাজধানী শহর কলকাতায়(Kolkata) এই সম্মেলন হয়। এরপর সিকিমেও G-20 সম্মেলন হয়েছে। এখন পর্যন্ত দেশের ৫৯টিরও বেশি শহরে ২০০ টিরও বেশি সম্মেলন হয়েছে। এবার হচ্ছে দার্জিলিং জেলায়। এবার পালা শিলিগুড়ি শহরের। শনিবার থেকে এখানেই বসছে ৩ দিনের G-20 Tourism Summit। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। এই বৈঠক কার্যত G-20 Tourism’র Working Group’র দ্বিতীয় বৈঠক হতে চলেছে। আর এই বৈঠককে ঘিরেই সেজে উঠেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং পাহাড়। শুধু তাই নয়, সম্মেলনে বিদেশি প্রতিনিধিদের সামনে পর্যটন কেন্দ্র নির্ভর ২০টি স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শিত হবে। সম্মেলনে তুলে ধরা হবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি।

আরও পড়ুন হাওড়ায় যাবেন রাজ্যপাল, কথা বলবেন ক্ষতিগ্রস্থদের সঙ্গে

এদিন সকালেই দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরায় চলে এসেছেন G-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিরা। এরপর তাঁরা বিমানবন্দর থেকে সরাসরি শিলিগুড়ির সুকনায় একটি রিসর্টে গিয়ে ওঠেন। সেখান থেকে তাঁরা যাবেন কার্শিয়াংয়ের একটি রিসর্টে। সেখানে তাঁরা এদিনই মকাইবাড়ি চা বাগান ও ফ্যাক্টরি ঘুরে দেখবেন। কার্শিয়াংয়ের সেই রিসর্টে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত একটি আলোচনা সভাও হবে। এরপর চাঁদের আলোয় চা পাতা তোলার কাজ দেখে শিলিগুড়িতে ফিরে আসবেন প্রতিনিধিরা। আগামিকাল তাঁরা সুকনার রিসর্টে দিনভর আলোচনায় বসবেন। তাতে অ্যাডভেঞ্চার টুরিজম, টি টুরিজম, ইকোটুরিজম সহ বিভিন্ন বিষয় উঠতে পারে বলে জানা গিয়েছে। সোমবার প্রতিনিধিরা সুকনা থেকে পাড়ি দেবেন দার্জিলিং পাহাড়ে। তাঁদেরকে টয় ট্রেনে করে ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ ঘোরানো হবে। তাঁরা যাবেন দার্জিলিং রাজভবনে। দরবার হলে মধ্যাহ্নভোজ করবেন। মঙ্গলবার দুপুরে তাঁরা বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে ফিরতি পথে রওনা দেবেন।

আরও পড়ুন আবারও সুদেষ্ণাকে অপমান কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের

শিলিগুড়ি(Silliguri) তথা দার্জিলিং জেলার(Darjeeling District) ইতিহাসে এই প্রথম এধরনের আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। তাই এই সম্মেলন সফল করতে সবরকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে নীল-সাদা রঙে, বাহারি গাছ ও আলোয় শিলিগুড়ি শহর সাজিয়ে তোলা হয়েছে। দার্জিলিং পাহাড়ের বিভিন্ন এলাকা ও চা বাগানও সাজানো হয়েছে। প্রতিনিধিদের যাতায়াতের রুটে বসানো হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে তৈরি হোর্ডিং। প্রশাসন সূত্রের খবর, এখানে G-20 গোষ্ঠীভুক্ত দেশের ১৩০ জন প্রতিনিধি হাজির থাকবেন। দার্জিলিং পাহাড়, চা বাগান, টি টুরিজম, গজলডোবা, হস্তশিল্প, ধর্মীয়স্থান প্রভৃতি নিয়ে তৈরি ২০টি তথ্যচিত্র সম্মেলনে দেখানো হবে। তাছাড়াও প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। এ জন্য বাংলার আদিবাসী, বৈরাতি ও ছৌ নৃত্য, ঢাক, মাদল সহ লোকসঙ্গীত, ক্লাসিক্যাল যন্ত্রসঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। কেন্দ্রের পর্যটন মন্ত্রকের সচিব অরবিন্দ সিং জানিয়েছেন, বাংলার পর্যটন ও চা শিল্পের বিকাশ ঘটাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর