এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আগামীও ২ মাস ব্যারাক ছেড়ে বাইরে নয়, নির্দেশ কলকাতা পুলিশের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) দিনক্ষণ ঘোষিত হয়ে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল রয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ রয়েছে ১ জুন। তার ঠিক ৩ দিনের মাথায় ৪ জুন ভোটের গণনা ও ফলপ্রকাশের দিন। এই অবস্থায় কলকাতা পুলিশের(Kolkata Police) নীচুতলার কর্মীদের জন্য বিশেষ এক নির্দেশ জারি করে দিল লালবাজার। সেই নির্দেশে বলা হয়েছে, আগামী দুই মাস নিচুতলার কর্মীরা ব্যারাক(Barrac) ছেড়ে বাইরে থাকার অনুমতি পাবেন না। ভোটের সময় জরুরি ভিত্তিতে যে কোনও সময় পুলিশ কর্মীদের মোতায়েন করতে হতে পারে, সেকথা মাথায় রেখেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান, যুগ্ম কমিশনার(ইন্টিলিজেন্স), প্রত্যেক ডিসি এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের। একই সঙ্গে আপৎকালীন ছুটি ছাড়া ভোটের জন্য কলকাতা পুলিশের সমস্ত স্তরের কর্মীদের ছুটি বাতিল(Holiday Cancel) করা হয়েছে। ৮ এপ্রিল থেকে ৮ জুন, এই ২ মাস ছুটি বাতিলের নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।

নির্দেশিকা কার্যকর হল কি না, তা খতিয়ে দেখতে পদস্থ পুলিশ কর্তারা কলকাতা পুলিশের বিভিন্ন ব্যারাকে হঠাৎ করে ভিজিট করতে পারেন বলেও জানা গিয়েছে। সেক্ষেত্রে সারপ্রাইজ ভিজিট করার কথা বলা হয়েছে। গত বছর ৪ আগস্ট বেহালায় ডায়মন্ডহারবার রোডে স্কুলের সামনে লরির ধাক্কায় এক খুদে স্কুল পড়ুয়ার মৃত্যুর পর উত্তেজিত জনতা দেহ আটকে বিক্ষোভ দেখান। তখন পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বেহালা, ঠাকুরপুকুর, পর্ণশ্রী থানার বারাকে বারবার বার্তা পাঠানো হলেও পর্যাপ্ত পুলিশ কর্মীর দেখা মেলেনি। ফলে কার্যত নাকাল হতে হয় কর্তাদের। পরে জানা যায়, ওই সব থানার কর্মীরা সেই সময় ব্যারাকেই ছিলেন না। এরপরই ব্যারাক ছেড়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি শুরু করে লালবাজার। এমনকী জেলের কায়দায় থানাগুলিতে বিপদ সঙ্কেত জানানোর জন্য ঘণ্টাও বসানো হয়।

ব্যারাকে থাকা পুলিশকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে, প্রায় বন্ধ হতে বসা দিনে দু’বার রোল কলের প্রথা ফিরিয়ে আনাও হয়। ভোটের মুখে এবার নতুন করে সেই কড়াকড়ি শুরু হচ্ছে বলে খবর।  কলকাতা পুলিশের সশস্ত্র ব্যাটালিয়নের কর্মীরা একমাত্র ছুটি নিলে তবেই ব্যারাক ছেড়ে বাইরে গিয়ে রাত কাটাতে পারবেন। পাশাপাশি, কোনও দরকারে কলকাতা শহরের মধ্যে কোথা যেতে হলে ব্যারাক ছাড়ার বৈধ অনুমতি নেওয়ার কথা। কিন্তু ‘ম্যানেজ সিস্টেম’-এ ভর করে, অধিকাংশ ক্ষেত্রে ব্যারাকের পুলিশ কর্মীরা বাড়ি চলে যান। ভোটের মুখে এই প্রবণতা বন্ধ করতে মরিয়া লালবাজার।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর