এই মুহূর্তে




পুজোয় ঘন ঘন সুগন্ধির স্প্রেতে গলায় জমেছে কালো দাগ, দূর করুণ এভাবে

নিজস্ব প্রতিনিধি: পোশাকের মতই অনেকের থাকে সুগন্ধির নেশা। নানা রকমের সুগন্ধি ব্যবহার করতে ভালোবাসেন। পুজোর ক’দিন প্রায় রোজই সুগন্ধি মেখেছেন। কেউ পোশাকে আবার কেউ কেউ দীর্ঘ ক্ষণ গন্ধ টিকিয়ে রাখতে সরাসরি ত্বকের উপরে সুগন্ধি স্প্রে করেছেন। ত্বকে সুগন্ধি লাগিয়ে ‘কনট্যাক্ট ডার্মাটাইটিস’-এর সমস্যা হয়েছে। ত্বকে দেখা দিয়েছে অ্যালার্জি। এমনকি গলায় জমেছে কালো দাগছোপ। সেই দাগ নিয়েই অফিস বা রাস্তাঘাটে বের হতে ভয় পাচ্ছেন অনেকেই। ভাবছেন কীভাবে দূর করবেন এই দাগ। জেনে নিন কি উপায়ে যাবে এই কালো দাগ।

১। বেসন ও হলুদ: রূপচর্চায় বেসনের ব্যবহার অনেকে পুরনো। ২ চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো এবং পরিমাণমতো টক দই মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে সেটি ঘাড়ে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড দাগ হালকা করতে সাহায্য করবে।

২। আলুর রসের জাদু: আলুর একটি প্রাকৃতিক ব্লিচিং। একটি মাঝারি মাপের আলু কুরে তার রস বের করে তুলোর ঘাড়ের কালচে অংশে লাগিয়ে রাখুন। কুড়ি পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আলুর মধ্যে থাকা ‘ক্যাটেকোলেজ’ নামক এনজাইম ত্বকের দাগছোপ দূর করে।

৩। লেবু ও মধুর মিশ্রণ: লেবু ও মধুর মিশ্রণ ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি দাগ হালকা করতে সাহায্য করে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের মরা কোষ দূর করে ঔজ্জ্বল্য বাড়ায়। তবে যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা লেবুর রস সরাসরি ব্যবহার করার আগে ত্বকের অন্য কোনও অংশে লাগিয়ে পরীক্ষা করে নেবেন।

৪। অ্যালোভেরা ও শসার: অ্যালোভেরা ও শসার প্যাক খুব উপকারী। অ্যালোভেরা জেল এবং শসার রস একসঙ্গে মিশিয়ে ঘাড়ে লাগান। এটি শুধু দাগই হালকা করবে না, রোদে পোড়া ত্বকেকেও আরামও দেবে।

এছাড়াও ঈষদুষ্ণ জলে ঘন করা দুধ আর ওট্‌মিল মিশিয়ে একটি প্যাক তৈরি করে অ্যালার্জির জায়গায় প্যাকটি কিছু ক্ষণ লাগিয়ে রেখে তার পর ঠান্ডা জলে ধুয়ে নিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘরে ইতিবাচকতা এবং সম্পদ বৃদ্ধি করতে এই পাঁচটি ফেং শুই টিপস মেনে চলুন

বাড়িতে তুলসী গাছ লাগিয়ে করুন একটি কাজ, দেবী লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে সংসার

দূর হয় বাস্তুদোষ, জেনে নিন এর অলৌকিক উপকারিতা সম্পর্কে

উত্তরবঙ্গ যেতে ভয় পাচ্ছেন? রইল পাহাড় আর সবুজ ঘেরা বিকল্প গন্তব্যের খোঁজ

আবহাওয়া পরিবর্তনে জ্বর-সর্দি-কাশির ভয়, প্রতিরোধ করুন ঘরোয়া টোটকায়

আপনার বাড়িও কি বাস্তুদোষে আক্রান্ত? বুঝে নিন এই ৭টি লক্ষণ দেখে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ