এই মুহূর্তে




বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন , এত বাড়াবাড়ির প্রয়োজন নেই, মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি: এস আই আর এর পরে বিহার নির্বাচনে যে ফলাফল হল তা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhay) বলেন, সাধারণ মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারাই ক্ষমতায় আসবে। এটা বলার কোন প্রশ্ন রাখেনা। যারা বিহারের রেজাল্ট দেখে অনেক ইন্সপায়ার হচ্ছে তাদেরকে বলব এত ইনস্পিরেশন হওয়ার দরকার নেই ।চার বারের জন্যই আবার সরকারে আসতে চলেছে তৃণমূল সরকার। বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে স্পিকারের(Speaker) মন্তব্য, এত বাড়াবাড়ির প্রয়োজন নেই। উল্লসিত হওয়ার কিছু নেই। বিহারে এবার যেভাবে প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন তাতে সেখানে যে সরকার নির্বাচিত হবে তাকে অভিনন্দন জানানো উচিত। অন্যদিকে, বিহারের নির্বাচনের ফলাফল প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন।বেল পাকলে কাকের কি? বিহারের নির্বাচনের ফলাফলে এখানে কোন প্রতিফলন হবে না।

শুক্রবার কলকাতা পুরসভায় বিহারের নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর এই মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। তিনি দাবি করেন, বিহারে যে ফলাফলই হোক না কেন পশ্চিমবঙ্গে এস আই আর- এর সেরকম কোন প্রভাব নির্বাচনে পড়বে না। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই ভরসা রাখেন। বিজেপি নেতাদের বিহারের পর বাংলা টার্গেট প্রসঙ্গে ফিরহাদের(Firhad) মন্তব্য ছাগলের তৃতীয় কিছু সন্তান যেমন থাকে সেই অবস্থা বঙ্গ বিজেপির এখানকার নেতাদের। সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়রের মন্তব্য, দেখতে পাবেন দুটি ছাগলের বাচ্চা দুধ খায় এবং তৃতীয়টি লাফাতে থাকে সেই অবস্থা এখানকার বিজেপির ।

তবে বিহারের ফল প্রসঙ্গে দলের প্রতিক্রিয়া কি তা জানতে চাওয়া হলে ফিরহাদ হাকিম বলেন এ নিয়ে দলের পক্ষ থেকে যা বলার বলবে। বড়বাজারে বেশ কিছু বাড়িতে গিয়ে ভোটারদের পাওয়া যাচ্ছে না সেখানে বি এল ও(BLO) বাধ্য হয়ে নোটিশ লোককে দিয়ে আসছেন এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বি এল এ(BLA) টিম। গোটা বিষয়টি জানানো হচ্ছে পার্টির ওয়ার রুমে। তারপর সেখান থেকে দলের পক্ষে যারা দায়িত্বে রয়েছেন তারা সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করছেন। এই সংক্রান্ত সমস্ত বিষয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটি জানান ফিরহাদ হাকিম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মমতা ছিলেন, আছেন এবং থাকবেন’, বিহারের ফলকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ

নিউটাউনে পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ আগুন, মাঝরাস্তায় জ্বলছে ট্যাঙ্কার

বিজেপি বিষবৃক্ষে পরিণত হয়েছে, জবাব দেবে বাংলা, গিরিরাজের মন্তব্যে কটাক্ষ শশী পাঁজার

দলীয় কার্যালয়ে বসার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের, কী ভাবনা তৃণমূলের?

রিপোর্ট তলব, ১০০ দিন কাজ বন্ধ রাখার নয়া ‘কৌশল’ কেন্দ্রের

শিশুরাই আগামী দিনের আলো, শিশুদিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ