23ºc, Haze
Thursday, 23rd March, 2023 5:01 am
নিজস্ব প্রতিনিধি: ভারত (India) ফেরত বাংলাদেশি যুবকের করোনা (Covid 19) ধরা পড়ল সীমান্তে। বেনাপোল (Benapole) সীমান্ত দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে (Bangladesh) প্রবেশের সময় করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে ফেরার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে। তবে ওই যুবক করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ আক্রান্ত নয় বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য আক্রান্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে ভারত ফেরত ওই বাংলাদেশি যুবকের নাম, সাদ্দাম শেখ। ১৯ বছর বয়স তাঁর। বাংলাদেশের খুলনার দৌলতপুর থানা এলাকার বাসিন্দা তিনি। ওই যুবক ভারতে ঘুরতে এসেছিলেন। ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে ভারতের হায়দারাবাদ এসেছিলেন। পড়শি দেশে ভ্রমণের পর ২৯ ডিসেম্বর বাংলাদেশে ফেরার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পরীক্ষায় তাঁর কোভিড পজিটিভ ধরা পড়ে।
সীমান্তে সাদ্দামের করোনা ধরা পড়ার পর চিকিৎসার জন্য তাঁকে ওই দিন সন্ধ্যায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়টি নিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফেরত আসা করোনা পজিটিভ যুবককে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে। ওই যুবকের শারীরিক পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন চিকিৎসকরা। উল্লেখ্য বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে তৎপর সেদেশের সরকার। সতর্কতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগও। অন্যদিকে ভারত ফেরত যুবকের দেহে কোভিড ভাইরাস মেলায় ইমিগ্রেশন এলাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।