-273ºc,
Tuesday, 30th May, 2023 1:35 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক সঙ্গে ১৬ জন পড়ুয়াকে পাইপ দিয়ে পিটিংয়ে সবার নজর কেড়ে নিলেন আমির হোসেন গাজি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার। আমির হোসেন গাজি নরসিংদীর পলাশ উপজেলার সেন্ট্রাল কলেজে পড়ান। ঘটনার কথা ছড়িয়ে পড়লে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। অভিভাবকদের তরফ থেকে অধ্যক্ষ-অধ্যাপককে গ্রেফতারের দাবি ওঠে। অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশ আমির হোসেন গাজিকে জিজ্ঞাসাবাদ করছে।
ঠিক কী হয়েছে?
এক শিক্ষার্থী জানিয়েছেন, রবিবার আচমকা ছড়িয়ে পড়ে রবিবার শেষের ক্লাস নেবেন না অধ্যক্ষ। অধিকাংশ পডু়য়া বাড়ি চলে গেলেও কোনও কারণে বেশ কয়েকজন পড়ুয়া ক্লাসে ছিলেন। আমির হোসেন তাদের পড়িয়ে সেদিনের মতো ক্লাস শেষ করেন। পড়ুয়া বুঝতেই পারেনি পরের দিন এমন একটা ঘটনা ঘটবে। অধ্যক্ষ পরের দিন যথাসময়ে ক্লাসে আসেন। হাতে ছিল তিনটে পাইপ। জানতে চান, রবিবার ক্লাস না করে কারা বাড়ি চলে গিয়েছিল। যারা চলে গিয়েছিল তারা হাত তোলে। জানা গিয়েছে, তাদের সংখ্যাটা ১৬। অধ্যক্ষ ওই ১৬জনকে ক্লাসের মধ্যে পাইপ দিয়ে পেটাতে শুরু করেন।
ঘটনার কথা পড়ুয়ারা ফেসবুকে পোস্ট করেন। এক পড়ুয়া জানিয়েছেন, শিক্ষকেরা তাদের কাছে বাবা-মায়ের মতো। বলা যেতে পারে, বাবা-মায়ের থেকেও শিক্ষকদের বেশি সম্মান করেন। সেই শিক্ষক এই ধরনের আচরণ করবে তা ভাবাই যায় না। এক পড়ুয়া জানিয়েছেন, অধ্যক্ষের কাছে জল ছিল। মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে একটু জল খেয়ে আবার পেটাতে শুরু করেন।
অভিযুক্ত অধ্যক্ষ আমির হোসেন গাজীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।
আরও পডু়ন নতুন বছরেই চালু হচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস