এই মুহূর্তে




হাসিনা বিরোধী গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করল ইউনূস সরকার




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া কোটা সংস্কার এবং শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিহতদের নাম প্রকাশ করল বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। আজ মঙ্গলবার মন্ত্রকের তরফে প্রাথমিকভাবে প্রকাশিত খসড়া তালিকায় জানানো হয়েছে, জুলাই ও অগস্টে গণঅভ্যুত্থান আন্দোলনে প্রাণ হারিয়েছেন ৭০৮ জন। ওই ৭০৮ জনের বিস্তারিত বিবরণভ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই তালিকা করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের দাবিতে গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। গত ১৫ জুলাই থেকে হিংসাত্মক হয়ে ওঠে আন্দোলন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ত‍ৎকালীন শাসকদল আওয়ামী লীগের পোষ্য গুন্ডাদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান অনেকে। আহত হন কয়েক হাজার। পরে অগস্টের প্রথম দিকে ওই আন্দোলন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতার কুর্সি থেকে উচ্ছেদের অভিপ্রায়েই সংগঠিত হয়। গণ অভ্যুত্থানে পুলিশ ও আওয়ামী গুন্ডাদের হামলায় কতজন প্রাণ হারিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। বিরোধী বিএনপি এবং জামায়াত-সহ একাধিক দল ও সংগঠনের তরফে দাবি করা হয় এক হাজারের বেশি আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসাবে পরিচিত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক সংস্থার তরফেও দাবি করা হয়, হাসিনা বিরোধী আন্দোলনে এক হাজারের বেশি আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। গত দেড় মাস ধরেই মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিল একাধিক সংগঠন ও রাজনৈতিক দল।

এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই-অগস্ট মাসে সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের নামের তালিকা পাওয়া গিয়েছে। মন্ত্রকের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) ওই  তালিকা তুলে ধরা হয়েছে। গণঅভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন অথচ তালিকায় নাম নেই এমন সদস্যদের পরিবারকে উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানানো হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Bangladesh Durga Puja: হামলা ঠেকাতে মণ্ডপ পাহারায় থাকছে ৮৪ হাজার স্বেচ্ছাসেবক

এক দশক বাদে বিশ্বকাপে জিতল বাংলাদেশের মেয়েরা

ঢাকা-দিল্লি সঙ্ঘাত তুঙ্গে, BSF-কে হুমকি বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর প্রধানের

পদ্মা-যমুনার ৩ ইলিশ বিক্রি ২৬ হাজারে

জয় বাংলা, অস্কারে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বলী’

অতীতের অপমান ভুলে ‘ভিখারি’ পাকিস্তানকে বাঁচাতে ঝাঁপাল ইউনুস সরকার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর