এই মুহূর্তে




লক্ষ্য ভারত! ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিন থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণ এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চিনের তৈরি কুড়িটি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার । এই ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ এবং অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার। বাংলাদেশী মুদ্রায় এর মূল্য ২ লক্ষ ৭ হাজার ৬০ কোটি টাকা।

এই চুক্তি সরাসরি ক্রয় বা জিটুজি পদ্ধতিতে চিন সরকারের সঙ্গে সম্ভবত করা হবে চুক্তি। ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবর্ষে চুক্তির বাস্তবায়ন ঘটবে বলে মনে করা হচ্ছে। গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী এই যুদ্ধ বিমানের মূল্য ২০৩৫-৩৬ অর্থবর্ষ পর্যন্ত পরিশোধ করা হবে।

জে-১০ সিই যুদ্ধবিমান মূলত চিনের বিমান বাহিনীর ব্যবহৃত জে- ১০সি’র রফতানির জন্য তৈরি সংস্করণ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তৈরি করা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের মূল্য ৬ কোটি ডলার হিসাব করা হয়েছে। এতে কুড়িটি বিমানের মোট মূল্য দাঁড়াচ্ছে ১২০ কোটি ডলার বা ১৪ হাজার ৭০৭ কোটি টাকা। স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি কেনা ও পরিবহন খরচ বাবদ আরো ৮২ কোটি ডলার বা দশ হাজার ৮৬ কোটি টাকা যোগ করা হবে। এর সঙ্গে বীমা, ভ্যাট, এজেন্সি কমিশন সহ অন্যান্য সব খরচ ধরলে মোট ব্যয় হবে ২২০ কোটি ডলার।

চলতি বছরের মার্চ মাসে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস চিন সফরের সময় এই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করেন। চিন ইউনূসের প্রস্তাবে সম্মত হয়। যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি চূড়ান্ত করতে কত এপ্রিল মাসে বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রক কমিটি গঠন করে। এই কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করবে, জি২জি পদ্ধতিতে বিমান ক্রয় ঠিক হবে কিনা তা ঝাড়াই বাছাই করবে। তারপর চিনা প্রতিনিধিদের সঙ্গে দরকষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য ধার্য করা হবে, পরিষদের শর্তাবলী এবং চুক্তিপত্র চূড়ান্ত করা হবে।

বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ২১২টি এয়ারক্রাফ্ট রয়েছে তার মধ্যে ৪৪টি ফাইটার জেট। এর মধ্যে ৩৬ টি চিন নির্মিত যুদ্ধবিমান এফ-৭ যুদ্ধবিমান। বিএএফের বহরে পুরনো মডেলের পাশাপাশি ৮টি মিগ-২৯বি এবং রাশিয়ান ইয়াক ১৩০ লাইট অ্যাটাক বিমান রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মুক্তিযুদ্ধের সময়ে হিন্দুদের কচুকাটা করেছিলেন বাবা, শেখ হাসিনার মামলায় ছেলে সরকারি আইনজীবী

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউনূস সরকার

নবান্নে শাড়ি কিনে দেয়নি স্বামী, রাগে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ