এই মুহূর্তে

দখল করতে আগরতলার দোরগোড়ায় পৌঁছে গেল বিএনপির সশস্ত্র বাহিনী, সতর্ক BSF

নিজস্ব প্রতিনিধিঃ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননাসহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার সকালেই আগরতলা যাওয়ার কর্মসূচি নিয়েছিল বিএনপির তিন সংগঠন। সেইমতো বুধবার (১১ ডিসেম্বর) সকাল ন’টা নাগাদ আগরতলা অভিমুখে রওনা দিয়েছেন বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীরা। প্রথমে লংমার্চ নয়াপল্টন থেকে সাইনবোর্ড-চিটাগং রোড-কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা, গাউছিয়া-চনপাড়া, মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব, ভেলানগর-ইটখোলা-মারজাল-বারুইচা হয়ে ভৈরব পৌঁছেছে। ভৈরবে বড় সমাবেশ করার পরে ত্রিপুরার রাজধানী আগরতলা সংলগ্ন আখাউড়া পৌঁছছে তাঁরা। যার ফলে ইতিমধ্যেই সতর্ক হয়ে গিয়েছে ভারতীয় সেনা বাহিনী। লং মার্চের সময় বিএনপি কর্মীদের হাতে একাধিক আগ্নেয়াস্ত্রও দেখা গিয়েছিল। যদিও ‘আগরতলা চলো’ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালনের দাবি জানিয়েছিলেন বিএনপি’র যুব শাখা যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। এ মুহূর্তে ঢাকা যাত্রা শুরু করা যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদলের লংমার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে পৌঁছেছে।

বিকেল চারটার দিকে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা ছিল। সেই কারণে কর্মসূচি ঘিরে স্থলবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে ভারতও সেনাবাহিনী নিয়ে তাঁদের রোখার জন্যে তৈরি। BNP সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ বিভিন্ন জেলার নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন। এদিন লং মার্চের সূচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব তথা কট্টর ভারত বিরোধী রুহুল কবীর রিজভি হুঙ্কার দিয়েছিলেন যে, ‘দিল্লির সাম্প্রদায়িক শাসকেরা শুনুন! আপনারা লেডি ফারাওকে (পড়ুন শেখ হাসিনা) ১৬ বছর ধরে ক্ষমতায় রাখতে সমর্থন দিয়েছেন। আপনাদের দাসত্ব আর মানবে না বাংলাদেশের সাধারণ মানুষ। ১৮ কোটি বামলাদেশি আজ জেগে উঠেছে। এবার আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল। আগরতলা দখল করতে বাংলাদেশের সেনার দরকার নেই। লং মার্চে সামিল হওয়া বিএনপি কর্মীরাই যথেষ্ট।’

অন্যদিকে ইতিমধ্যেই আগরতলার স্থলবন্দরের মাঠের পাশের রাস্তার প্রায় ১০০-১৫০ গজ দূরত্বে ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে জেলা পুলিশ। তাই এমন পরিস্থিতিতে দুই দেশের যাত্রীরা হেঁটে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে পৌঁছেছেন। বিকেল চারটে পর্যন্ত ২৮ বাংলাদেশি ও ২৪ ভারতীয় যাত্রী আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পৌঁছেছেন। এদিকে বাংলাদেশ সীমান্ত এলাকায় আগাম উত্তর-পূর্ব সীমান্তে সেনাবাহিনী প্রস্তুতি শুরু করেছে। যুদ্ধ সামগ্রী নিয়ে সেনাবাহিনীর গাড়ি অসম এবং ত্রিপুরার সীমান্তের দিকে ছুটছে ধূপগুড়ি হয়ে। BNP নেতাদের সীমান্তে যেকোনও ধরনের উত্তেজনা ঠেকাতে আগে থেকে তৈরি হচ্ছে ভারতীয় সেনারা। গত দুদিন ধরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি শিলিগুড়ি বেস ক্যাম্প থেকে অসমের দিকে যাচ্ছে।

বাংলাদেশী মৌলবাদীরা হুমকি দিয়েছে তারা কলকাতা দখল নেবে। বাংলাদেশ থেকে ভারত বিরোধী নানা বক্তব্য প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। আর তার সঙ্গে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে বাংলাদেশের মোল্লা ইউনূস সরকার। এমত পরিস্থিতিতে তাই কোন ঝুঁকি নিতে নারাজ ভারত সরকার। দেশের উত্তর-পূর্ব সীমান্তে তাই সেনাবাহিনীর গাড়ি যুদ্ধ সামগ্রী নিয়ে পৌঁছতে শুরু করেছে। এদিকে আখাউড়া স্থলবন্দর মাঠ থেকে আধা কিলোমিটার আগেই জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার নেতৃত্বে নেতা–কর্মীসহ সব মানুষের যানবাহন থামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, দীর্ঘ পাঁচ মাস পর ভারতে ফিরে এল ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস।তবে কোন যাত্রী নিয়ে নয়। পুরো খালি কোচ নিয়ে জীর্ণদশায় ট্রেনটি মঙ্গলবার ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে ভারতে প্রবেশ করে মিতালি এক্সপ্রেস।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই তিক্ততা চরমে পৌঁছেছে। বাংলাদেশের বিপন্ন হিন্দুদের রক্ষাকর্তা চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব লক্ষ্য করা গিয়েছে। গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে বিক্ষোভের সময়ে হামলা চালায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা। আর তার পরেই ভারত বিরোধিতাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা লুঠতে আসরে নেমেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। গত কয়েকদিন ধরে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়ার পাশাপাশি রাজধানী ঢাকার রাস্তায় প্রকাশ্যে পোড়ানো হয়েছে ভারতীয় শাড়ি-বিছানার চাদর-সহ বিভিন্ন পণ্য। ভারতীয়দের চরম শিক্ষা দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আগরতলা অভিযান’-এর ডাক দেওয়া হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকায় প্লট বরাদ্দ নিয়ে এবার হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু ইউনূস সরকারের

নিন্দুকদের মুখে ছাই ঢেলে হানিমুনে চুটিয়ে রোমান্স তাহসান-রোজার, ছবি ভাইরাল

বাংলাদেশে ফের সেনার বিশেষ ক্ষমতা বাড়ল ৬০ দিন, মিলল গুলি চালানোর অধিকার

দিল্লিকে লাল চোখ ঢাকার, সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

‘বিএসএফকে বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না’, দিল্লিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

দীর্ঘদিন ধরে বাংলাদেশের মর্গে ৮ ভারতীয় বন্দির দেহ, তালিকায় বাংলার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর