ট্রেন দুর্ঘটনায় হাতির মৃত্যু, সরব অভিনেত্রী জয়া আহসান

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2023/05/FB_IMG_1683117422840.jpg

Sushmita

23rd May 2023 7:40 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেলিব্রিটিদের কাছে পশুপ্রেম নতুন নয়। মাঝে মধ্যেই রাস্তা-ঘাটে কোনও দুর্ঘটনার কবলে পড়লে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পশু-প্রেমী তারকারা। টলিউড থেকে বলিউড, তারকাদের একরকম প্রতিবাদের রূপ মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হানা দেয়। বিশেষ করে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের এরকম একাধিক প্রতিবাদী মেজাজের সঙ্গে আমরা পরিচিত। যারা মাঝে মধ্যেই রাস্তার কুকুরদের সঙ্গে অত্যাচারের বিষয়ে মুখ খোলেন। এছাড়া বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনও মাঝে মধ্যেই একাধিক আপত্তিকর ওয়ার্ল্ড লাইফ ভিডিও তুলে ধরে ভক্তদের সতর্ক করেন। এবার এই তালিকায় সামিল হলেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মুলত বাংলাদেশের অভিনেত্রী হলেও কলকাতাতেও তাঁর তুখোড় জনপ্রিয়তা রয়েছে। ইতিমধ্যেই একাধিক টলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি, বরাবরই একটু অন্য ধাঁচের ছবি করতে পছন্দ করেন জয়া। তবে সম্প্রতি তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন আর সেই রূপ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন। আসলে দিন কয়েক আগে বাংলাদেশের উত্তরার কোর্টবাড়ি লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে দুটি হাতি খাবার খাচ্ছিল।

পেছন থেকে হঠাৎ ট্রেনের হুইসেল বেজে উঠলে একটি হাতি রেললাইনের উপরে উঠে ভয়ে সোজা রেললাইন ধরে হাঁটতে থাকে। কিছুদূর যেতেই ট্রেনের ধাক্কায় হাতিটির মৃত্যু হয়। গত বুধবার ঘটনাটি ঘটে। সেই ঘটনাটি স্মরণ করেই এদিন ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন জয়া আহসান। তিনি লিখলেন, “উত্তরার কোর্টবাড়ি লেভেল ক্রসিং এলাকায়এই যে হাতি হাতবদল হয়ে যাচ্ছে, শারীরিক যন্ত্রণা দিয়ে ওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, চাঁদা তোলার কাজে শহরের প্রতিকূল রাজপথে চরিয়ে বেড়ানো হচ্ছে, সেটা কে দেখবে? এসব দৃশ্য তো আমরা চলতে ফিরতে হামেশা দেখতে পাচ্ছি। দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের কি মোটেই চোখে পড়ছে না? তাঁরা কি ঠিকমতো সনদ দিচ্ছেন? সনদ দেওয়ার পর কি আদৌ খোঁজ করে দেখছেন, নিয়ম পালিত হচ্ছে কি না? হচ্ছে যে না, পথে পথে আমাদের নিজ চোখে দেখা অভিজ্ঞতাই তার প্রমাণ। আমাদের গাফিলতিই অবশেষে এই হাতির মৃত্যুর কারণ হলো। দুর্ঘটনা একটা ছুতো মাত্র।” (অপরিবর্তিত)

তিনি আরও বলেন, “বন্য প্রাণীদের নিয়ে পৃথিবীজুড়ে ভাবনা বদলে যাচ্ছে। আমরা কি একগুঁয়ের মতো পৃথিবীর বাইরে থাকতে চাই? মহাবিপদাপন্ন একটি প্রাণীকে কোনোভাবেই আমরা তাদের নিজস্ব পরিবেশের বাইরে এনে আটকে রাখতে পারি না। তাই এই আইনটি এখন বাতিল করার সময় এসেছে। এ ব্যাপারে আওয়াজ তোলার জন্য আমি দেশের প্রাণিবিদ দের, প্রাণী অধিকারকর্মী আর সব সংবেদন শীল মানুষকে অনুরোধ করছি। আরও একটি কথা বলা দরকার। মাঝেমধ্যেই আমরা হাতি আর মানুষের সংঘর্ষের কথা শুনছি। এর জের পড়ছে দুই দিকেই। মানুষও ক্ষতির শিকার হচ্ছে, মারা পড়ছে হাতিও। অথচ এর মূল দায় তো আমাদেরই। আমরা বন উজাড় করছি। হাতির বুনো চলাচলের পথ বন্ধ করে আবাস করছি। হাতির বেঁচে থাকার কোনো জায়গাই অবশিষ্ট রাখছি না। পৃথিবীর বিচিত্র প্রাণসত্তার রঙিন সৌন্দর্য টিকে থাকবে কিনা, সেটা নির্ভর করছে আমাদের দয়ার ওপর। আমাদের দয়ামায়া কি সব কর্পূরের মতো উবে গেল?” (অপরিবর্তিত)

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

638
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like